NE UpdatesIndia & World UpdatesBreaking News
পিএম কিষাণ প্রকল্পে অসমের জন্য আধার যুক্ত করার সময় বেড়ে আগামী ৩১ মার্চ
২২ এপ্রিল : দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে পিএম-কিষাণ প্রকল্পে আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে রয়েছে দুই রাজ্য অসম, মেঘালয় সহ দুই কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু-কাশ্মীর। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের পিএম-কিষাণ প্রকল্পের সুবিধাপ্রাপকরা অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করার বাড়তি সময় পেয়ে গেলেন।
২০১৯-এর ২৪ ফেব্রুয়ারি এই প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী। কৃষিযোগ্য জমি থাকা কৃষকরা এর আওতায় প্রতি ৪ মাস পর পর ২০০০ টাকা করে পাবেন। বছরে মিলবে মোট ৬০০০ টাকা। এদিকে, ২০১৯-এর ১ ডিসেম্বর এক নির্দেশিকায় রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় পিএম-কিষাণ পোর্টালে সুবিধাপ্রাপকের আধার সংযুক্তিকরণ করতে হবে। তবে জম্মু-কাশ্মীর, লাদাখ, অসম এবং মেঘালয়ে আধারের কাজ খুব কম হওয়ায় বাড়তি ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ছাড় দেওয়া হয়। কিন্তু কাজ অসমাপ্ত থাকার দরুণ ফের বাড়ানো হল এই সময়সীমা। সুবিধাপ্রাপকরা এই প্রকল্পের সুবিধে থেকে যাতে বঞ্চিত না হন, সেজন্যই এই সুযোগ দেওয়া হয়েছে। ৮ এপ্রিল অসমের ২৭,০৯,৫৮৬, মেঘালয়ের ৯৮,৯১৫ সহ লাদাখ ও জম্মু-কাশ্মীরের ১০,০১,৬৬৮ জন সুবিধেভোগী কৃষক এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন।