Barak Updates
পশ্চিম কাটিগড়ার দিগরখালে স্বচ্ছ ভারত অভিযান
২৬ মেঃ পশ্চিম কাটিগড়ার দিগরখালে রবিবার অনুষ্ঠিত হল স্বচ্ছ ভারত অভিযান। দিগরখাল যুবশক্তি ক্লাব, দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা, দিগরখাল এমই স্কুল ও দিগরখাল সারদা বিদ্যাপীঠ একযোগে এই অভিযানে অংশগ্রহন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সচেতনতা সভাও।
এতে উপস্থিত ছিলেন পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, পাইকান দিগরখাল জিপি সভানেত্রী ছায়া রাণী বৈষ্ণব, এপি সদস্য গৌতম বৈষ্ণব, যুবশক্তি ক্লাবের কর্মকর্তা অনুজ কান্তি পাল, কেশব নাথ, কালাচাঁদ বৈষ্ণব, শিক্ষক বিভাস রঞ্জন দাস, নান্টুলাল বৈষ্ণব, সুমন দাস, শিক্ষিকা বেবী দে প্রমুখ।
সচেতনতা সভায় বক্তারা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের শুভারম্ভ হয়েছিল। কিছুটা হলেও এর প্রভাব সাধারণ জনগনের মনে পড়েছে। নিজের অঞ্চলকে স্বচ্ছ রাখার জন্য প্রত্যেক নাগরিককে স্বচেষ্ট থাকতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন বিশিষ্টজনেরা।
সচেতনতা সভার পর অনুষ্ঠিত হয় স্বচ্ছতা অভিযান। শেষে দিগরখাল বাজারের ১০ জন ব্যবসায়ীর হাতে আবর্জনা ফেলার জন্য যুবশক্তি ক্লাবের উদ্যোগে ডাস্টবিন তুলে দেওয়া হয়। ফটোঃ দিগরখালে স্বচ্ছ ভারত অভিযান।