Barak Updates
পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
ওয়েটুবরাক, ৭ মেঃ কলকাতা হাই কোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১৬ জুলাই চাকরিহারাদের মামলার পরবর্তী শুনানি হবে। ‘দুর্নীতি’র অভিযোগে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটিই বাতিল করেছিল কলকাতা হাই কোর্ট। তাতে চাকরি যায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। পাশাপাশি, যাঁরা ‘সাদা খাতা’ জমা দিয়ে চাকরি পেয়েছেন, সেই ‘অযোগ্য’দের সুদ সমেত বেতন ফেরানোর নির্দেশও দিয়েছিল হাই কোর্ট। এ ছাড়া চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দিতে রাজ্য যে সুপারনিউমেরারি পদ তৈরি করেছিল, তা নিয়েও প্রশ্ন তুলে হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে। এই সবক’টি রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ‘চাকরিহারা’দের পাশে দাঁড়িয়ে সরব হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার হাই কোর্টের সেই রায়ে অধিকাংশ ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়া ‘সুপ্রিম নির্দেশ’কে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী হলেও মঙ্গলবারের নির্দেশের পর মমতা এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত। সামগ্রিক ভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।”