Barak UpdatesBreaking News

পশ্চিমবঙ্গে দুই ছাত্রনেতাকে হত্যা, শিলচরে মমতার কুশপুতুল পোড়ালো এবিভিপি
2 student leaders killed in West Bengal, Effigy of Mamata brunt by ABVP at Silchar

২৫ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে এবিভিপি-র দুই ছাত্রনেতাকে হত্যার প্রতিবাদ আছড়ে পড়লো শিলচরেও। প্রথমে শহরে প্রতিবাদী মিছিল এবং পরে ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ। আন্দোলনের অঙ্গ হিসেবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছাড় জেলা কমিটির সদস্যরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেছেন। পাশাপাশি জানিয়ে দিয়েছেন দুই ছাত্রনেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে তারা দেশজুড়ে আন্দোলন গড়ে তুলবেন।

Rananuj

ঘটনাটি ঘটেছে গত ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গাড়িরহাট হাইস্কুলে। এবিভিপি-র গাড়িরহাট শাখার সদস্যরা এ দিন গাড়িরহাট হাইস্কুলে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন। অভিযোগ অনুযায়ী, এই স্কুলে বাংলার কোনও বিষয় শিক্ষক নেই। স্কুল কর্তৃপক্ষ ছলনা করে বাংলা শিক্ষক নিয়োগের বদলে উর্দু শিক্ষকের নিয়োগ দেন। অথচ এই স্কুলটিতে উর্দু বিষয়ই নেই। এর প্রেক্ষিতে এবিভিপি স্থানীয় জনগণকে নিয়ে আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলন চলার সময় হঠাৎ করেই পুলিশ এসে ছাত্রদের আক্রমণ শুরু করে।

আন্দোলনরত ছাত্রদের সামাল দিতে পুলিশ গুলি চালায়। এতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গাড়িরহাট শাখার সহ সম্পাদক রাজেশ ও তাপস মারা যান। এভাবে এবিভিপি গোটা দেশজুড়ে আন্দোলন শুরু করে। এ দিন ছাত্র সংগঠনের সদস্যরা কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পৃথকভাবে স্মারকপত্র প্রদান করেছে। এই স্মারকপত্রের মাধ্যমে এবিভিপি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানায়। সেইসঙ্গে ছাত্রসমাজের সুরক্ষা ও দাবি করেন তারা।

Pic Credit:Eagle

এবিভিপি কর্মকর্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাদের কথায়, বাংলা ভাষায় শিক্ষক নিয়োগের দাবি নিয়ে দুই ছাত্র শহিদ হয়েছেন। এ দিন এর আগে এবিভিপি তাদের রঙ্গিরখাডি কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পরে এবিভিপি সদস্যরা এসে পৌছান ক্ষুদিরাম মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker