India & World Updates
পশ্চিমবঙ্গে এনআরসি করতে দৃঢ়প্রতিজ্ঞ কেন্দ্র, বললেন স্মৃতি
১১ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জি করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কলকাতায় এসে স্পষ্ট বলে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নাগরিক পঞ্জির বিরুদ্ধে নিয়মিত হুঙ্কার দিচ্ছেন, বিধানসভাতেও বাম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূল ঐকমত্য হয়ে এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে, তখন তাঁর শহরে বসে কেন্দ্রীয় মন্ত্রী ইরানি অনেকটা চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন।
মোদী সরকারের ১০০ দিন উপলক্ষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তুলে ধরেন সরকারের সাফল্যের খতিয়ান। স্মৃতির বক্তব্য, এক সময় ভুয়ো ভোটার আটকাতে সচিত্র ভোটার কার্ডের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এখন নাগরিকপঞ্জির বিরোধিতা করছেন। একে তাঁর দ্বিচারিতা বলেই উল্লেখ করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের আটকাতে গোটা দেশেই নাগরিক পঞ্জি হবে। পশ্চিমবঙ্গ এর বাইরে থাকবে না। এটা বিজেপির ঘোষিত সিদ্ধান্ত।
English text here