Barak UpdatesBreaking News
পথ চলায় নিরাপত্তার দাবিতে বুধবার পথচলা

৩০ জুলাইঃ পথ দুর্ঘটনা রোধে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল মিডিয়া ওপিনিয়ন মুভার্স। এই হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে বুধবার বেলা ১২টায় পথচলার ডাক দেওয়া হয়েছে। শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে জমায়েত হয়ে শুরু হবে সেই পথচলা। পরে বিক্ষোভ প্রদর্শন। তাঁদের মূল দাবি, সড়ক নির্মাণ ও সংস্কার এবং সুশৃঙ্খল যান চলাচল।
প্রসঙ্গত, কিছুদিন আগে শিক্ষক জগদীশ চক্রবর্তী এবং রবিবার রাতে চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যু শহরবাসীকে নাড়া দিয়েছে। অনেকেই আতঙ্ক-উদ্বেগে প্রশাসনের ওপর চাপ সৃষ্টির প্রস্তাব দেন। নিজেদের সদস্যদের মধ্যে চর্চা শুরু হয় ট্রিপারচালকদের লাইসেন্স এবং বেপরোয়া চালনা নিয়ে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, গাড়ির গতিবিধি, রাস্তা বেদখল, সিন্ডিকেটও চর্চায় আসে। অনেকে জগদীশবাবু বা মলিনের মৃত্যুকে দুর্ঘটনা না বলে হত্যালীলা বলে উল্লেখ করেন।
ওপিনিয়ন মুভার্স পথচলার আহ্বাক হলেও অ্যাডমিন দীপক সেনগুপ্ত সহ উদ্যোগী সদস্যরা অন্যদেরও তাতে সামিল হওয়ার জন্য অনুরোধ করেন।
English text here