India & World UpdatesCultureBreaking News
পণ্ডিত দেবু চৌধুরীর পর করোনা কেড়ে নিল পুত্র প্রতীককেও
দুই সেতারবাদকের প্রয়াণে ধ্রুপদী সঙ্গীত দুনিয়ায় শোকের ছায়া
ওয়েটুবরাক, ৮ মেঃ গত ১ মে করোনায আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন বর্ষীয়ান সেতারশিল্পী, পদ্মভূষণ পণ্ডিত দেবু চৌধুরী। এর পাঁচদিনের মাথায় শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরেক সেতারশিল্পী, দেবু চৌধুরীর ছেলে প্রতীক চৌধুরী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন, কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জি সহ বহু বিশিষ্টজন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের ততকালীন প্রধান দেবু চৌধুরীর কাছে ছোটবেলা থেকেই সেতারের প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রতীক। কম দিনেই সেতারবাদক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ভারত সরকারের রেডিও ও টেলিভিশনের শীর্ষ শ্রেণির শিল্পী হিসাবে পরিচিত ছিলেন তিনি। সেই সঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের অধ্যাপনাও করছিলেন।কিন্তু করোনাভাইরাস সব তছনছ করে দিল। মৃত্যুকালে পণ্ডিত প্রতীক চৌধুরীর বয়স হয়েছিল পঞ্চাশ বছর। রেখে গেলেন মা মঞ্জুশ্রী চৌধুরী, স্ত্রী রুনা পুত্র অধিরাজ এবং কন্যা রাইনাকে। প্রয়াত শিল্পী প্রতীক চৌধুরীর স্ত্রী রুনা এবং কন্যা রাইনাও করোনায় আক্রান্ত ।