NE UpdatesAnalyticsBreaking News
পকেটে টান, আশায় বুক বেঁধে লক্ষ্মীমূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
২৯ অক্টোবর : দুর্গাপূজা কোনও একভাবে কেটেছে। এ বার প্রস্তুতি শুরু ধনদেবীর আরাধনার। শুক্রবার লক্ষ্মীপুজো। ইতিমধ্যেই মৃৎশিল্পীরা ধনের দেবীকে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। করোনা পরিস্থিতির মধ্যেও উত্সবমুখর বাঙালি। একটানা কয়েক মাস কোনওরকম পুজো না হওয়ায় বসে কাটাতে হয়েছে মৃৎশিল্পীদের। দুর্গাপুজোর জন্য অনেক পরে বরাত মেলায় মূর্তি তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাদের। তাই দুর্গা মূর্তি মণ্ডপে যাওয়ার পর থেকেই তারা লক্ষ্মী মূর্তি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
মৃৎশিল্পীরা জানান, সারা বছর ধরে তারা প্রতিমা তৈরি করেই সংসার চালান। এ বছর করোনা আবহে আগের মতো বায়না না মেলায় তাদের সমস্যায় পড়তে হয়েছে। যদিও কিছু বায়না এসেছে, তা অনেক পরে। যা তড়িঘড়ি করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। তাই দুর্গা প্রতিমা ছাড়তে না ছাড়তেই লক্ষ্মী প্রতিমা গড়াই হিড়িক শুরু হয়ে গিয়েছে। এত অল্প সময়ের এই ব্যস্ততার মধ্যে লক্ষ্মী প্রতিমা তৈরি করা সম্ভব নয় বলেই তারা আগে থেকেই তাদের প্রতিমা তৈরি করতে হয়।
শিল্পীদের কথায় বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজা হয়ে থাকে। কিন্তু এ বছর হবে কি না তা নিয়ে অনিশ্চিত। তারা তাই আগে থেকে কিছু সংখ্যক প্রতিমা রং, তুলির টানে সাজিয়ে তুলেছেন। এছাড়াও আরও একটি সমস্যার কথা তুলে ধরেছেন মৃৎশিল্পীরা। তারা জানান, এ বছর দুর্গাপূজায় তেমন বরাত মেলেনি। এই সংসার চালিয়ে হাত প্রায় ফাঁকাই। লক্ষ্মী প্রতিমা করতে যে পরিমাণ খরচ, সেই খরচ যোগাতে পারেননি অনেক শিল্পীই। ফলে জমানো অর্থেই তৈরি হয়েছে কিছু মূর্তি। এখন পরিস্থিতির ওপরই সব নির্ভর করছে।