NE UpdatesAnalyticsBreaking News
নয়া উদ্যোগ! পড়ুয়াদের হাতে হাতে এ বার স্মার্ট ফোন
৫ মার্চ : আগামী এক বছরের মধ্যে পড়ুয়াদের হাতে হাতে থাকবে মোবাইল ফোন। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার আওতায় নির্বাচনের আগে দেওয়া এই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে ত্রিপুরা সরকার। এই প্রকল্পের আওতায় ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থীকে স্মার্ট ফোন দেওয়া হবে। ইতিমধ্যেই ত্রিপুরার মন্ত্রিপরিষদ এই প্রকল্পের অনুমোদন জানিয়েছে।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যুব প্রজন্মকে স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী, সরকার গঠন করার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই ঘোষণা করা হয়। দু’বছর আগে ২০১৮ সালের ২ মার্চ ত্রিপুরায় ২৫ বছরের সিপিএম রাজত্বের অবসানে বিজেপি নতুন সরকার গঠন করে। ত্রিপুরার বর্তমান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের ২২টি সরকারি স্নাতক মহাবিদ্যালয় সহ মোট ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৬০৮ জন চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে দেওয়া হবে।
এই প্রকল্পের আওতায় থাকা অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হল, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়, আগরতলা সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়, এনআইটি, টিআইটি, সরকারি আইন মহাবিদ্যালয়, সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়, আরআইপিএসএটি ও শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়। মন্ত্রী জানান, এই প্রকল্পের অধীনে এ বছর ৭ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার টাকা খরচ হবে। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৫০০০ টাকা করে প্রদান করা হবে। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা জ্ঞান আহরণ এবং নিয়োগ সম্বন্ধীয় খবর পাবে।