Barak UpdatesAnalyticsBreaking News

নেহরু যুব কেন্দ্র সংগঠনের জেলাস্তরের যুব উৎসব ৮ ডিসেম্বর

ওয়ে টু বরাক, ৪ ডিসেম্বর : কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় শিলচর ডিএনএনকে গার্লস এইচএস স্কুল অডিটোরিয়ামে আগামী ৮ ডিসেম্বর জেলা স্তরের যুব উৎসব ২০২৪-২৫ আয়োজন করতে চলেছে নেহরু যুব কেন্দ্র সংগঠন, কাছাড়। অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এই যুব উৎসবে প্রায় ২৬০ জন বিভিন্ন ধরণের ইভেন্টে অংশগ্রহণ করবেন।

কার্যসূচিতে রয়েছে, গ্রুপ এবং ব্যক্তিগত অংশগ্রহণের জন্য সায়েন্স এগজিবিশন, তরুণ শিল্পী প্রতিযোগিতা-চিত্রাঙ্কন, তরুণ লেখক প্রতিযোগিতা-কবিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা, ভাষণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব- নৃত্য (গ্রুপ ইভেন্ট)।

সবকয়টি প্রতিযোগিতার বিষয় হল অমৃতকালের পঞ্চ প্রাণ এবং ভারত @২০৪৭। এই যুব উৎসবের উদ্দেশ্য হল, পঞ্চ প্রাণের বাণী প্রচার করে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করা, ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, দেশের বৈচিত্রময় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে উপলব্ধি সৃষ্টি করা, বিশেষজ্ঞদের পরামর্শে দেশের তরুণ শিল্পী, লেখক, ফটোগ্রাফার এবং বক্তাদের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন গড়ে তোলা এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করা।

অংশগ্রহণে ইচ্ছুকদের বয়সসীমা ১৫-২৯ বছর। তাদের কাছাড় জেলার বাসিন্দা হতে হবে। পুরস্কার মূল্য, বিজ্ঞান মেলায় (ব্যক্তিগত) ৩০০০, ২০০০, ১৫০০ টাকা। সাংস্কৃতিক উৎসবে ৭০০০, ৫০০০, ৩০০০ টাকা। মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় ২৫০০, ১৫০০, ১০০০ টাকা। তরুণ লেখক প্রতিযোগিতায় ২৫০০, ১৫০০, ১০০০ টাকা। ভাষণ প্রতিযোগিতায় ৫০০০, ২৫০০, ১৫০০ টাকা। বিজ্ঞান মেলায় (গ্রুপ) ৭০০০, ৫০০০, ৩০০০ টাকা। তরুণ শিল্পী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৫০০, ১৫০০, ১০০০ টাকা।

বিস্তারিত বিবরণের জন্য নিচে দেওয়া ফোন নম্বরে ৫ ডিসেম্বরের মধ্যে নেহরু যুব কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ৯৯৫৭২৩১৮৪০, ৯১০ ১৭৭৩৩৬৪ এবং ৭০০২৬০৪৮৭০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker