India & World UpdatesAnalyticsBreaking News
নেপালের নতুন প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল
৯ মার্চ : নেপালি কংগ্রেসের বর্ষীয়ান নেতা রামচন্দ্র পাওদেল নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। রামচন্দ্র পাওদেল তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউনিফায়েড মার্কসিস্ট–লেনিনিস্টের (সিপিএন–ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মোট ৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে পাওদেল পান ৩৩ হাজার ৮০২ ভোট। সুভাষ নেমবাং ১৫ হাজার ৫১৮ ভোট পান।