NE UpdatesAnalyticsBreaking News
নিয়োগপত্র বিতরণের দিন পরিবর্তিত হয়ে এ বার ২৬ মে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ৮ মে ঃ আসামের বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগ পাওয়া প্রার্থীদের নিয়োগপত্র বিতরণের দিন পরিবর্তিত করা হয়েছে। আগামী ২৬ মে সরকারি চাকরি পাওয়া বাছাই করা প্রার্থীদের সরকারিভাবে নিয়োগপত্র বিতরণ করা হবে। আগে ১১ মে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সরকারের দু’বছর পূর্তি হিসেবে আয়োজন করা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই নিয়োগপত্র বিতরণ করার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সোমবার এক সাংবাদিক বৈঠক করে নিয়োগপত্র বিতরণের দিন পরিবর্তনের কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
জনতা ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১১ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে এই নিয়োগপত্র বিতরণ করার কথা ছিল। কিন্তু গোষ্ঠী সংঘর্ষে জেরবার মণিপুরের পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ২৬ মে মণিপুর আসবেন। সেজন্য অমিত শাহের অনুমতিক্রমে আগামী ২৬ মে তাঁর উপস্থিতিতে সরকার বাছাই করা প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ১ জুন এই বাছাই করা প্রার্থীরা চাকরিতে যোগদান করবেন।