NE UpdatesAnalyticsBreaking News
নির্বাচন কমিশনে তথ্য গোপন, আদালতের রোষে বিধায়ক ফণীভূষণ
১৬ জুলাই : অগপ-র প্রবীণ নেতা, প্রাক্তন মন্ত্রী তথা বঙ্গাইগাওয়ের বিধায়ক তথ্য গোপন করার জন্য আদালতের রোষের মুখে পড়েছেন। নির্বাচন কমিশনে ভুয়ো তথ্য দাখিল করার অভিযোগে গুয়াহাটি হাইকোর্ট বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। কমিশনে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে ফণীভূষণ চৌধুরীর বিধায়ক পদ কেন খারিজ করা হবে না, সে বিষয়ে জানতে চেয়ে নোটিশ জারি করেছে হাইকোর্ট।
প্রায় ১০ বছর আগে কৃষক সম্মান নিধির অর্থ আত্মসাৎ করার অভিযোগে ফণীভূষণ চৌধুরীর বিরুদ্ধে একটি অপরাধ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিধানসভা নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা দাখিল করেছিলেন, তাতে এই মামলার বিষয়ে কিছুই উল্লেখ করেননি। বিধায়ক ছাড়াও আরও ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এভাবে বিধায়কের বিরুদ্ধে তথ্য লুকনোর অভিযোগ উত্থাপিত হয়েছে। গত নির্বাচনে বিধায়ক ভুয়ো হলফনামা দাখিল করে আইন লঙ্ঘন করেছেন বলে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন আসু নেতা তথা বর্তমানের কংগ্রেস নেতা শংকর প্রসাদ রায়। তাঁর মামলার ভিত্তিতে বৃহস্পতিবার হওয়া শুনানিতে আদালত বিধায়কের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। তাঁর বিধায়ক পদ কেন খারিজ করা হবে না, তার জবাব আগামী দু সপ্তাহের মধ্যে বিধায়ককে দিতে বলেছে আদালত।