NE UpdatesAnalyticsBreaking News
নিয়োগ পরীক্ষায় অসদোপায় নিলেই কারাবাস, জরিমানা সর্বোচ্চ ১০ কোটি
গুয়াহাটি, ৩ অক্টোবর : নিয়োগ পরীক্ষায় অসদোপায় অবলম্বন করলে অভিযুক্তকে তিন বছর পর্যন্ত কারাবাসের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এ সংক্রান্ত এক অর্ডিন্যান্স এনেছে আসাম সরকার। মঙ্গলবার জনতা ভবনে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। উল্লেখ্য সোমবারই মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর তিনটি সিদ্ধান্ত সম্পর্কে বিশেষ ব্যাখ্যা দিয়ে এ দিন সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রীর ডাঃ পেগু এ দিন বলেন, নিয়োগ প্রক্রিয়ায় আরও অধিক সংস্কার সাধনের জন্য রাজ্য ক্যাবিনেট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়েই অর্ডিন্যান্স নিয়ে আসা হয়েছে। এই অর্ডিন্যান্স অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা থেকে শুরু করে টেট পরীক্ষা পর্যন্ত সব কিছুতেই এই অর্ডিন্যান্স প্রযোজ্য হবে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার্থীর তিন বছর পর্যন্ত কারাবাস হওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে।
তিনি আরো জানান, প্রশ্নপত্র ফাঁস করা, উত্তর আলাদাভাবে লেখা, পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের উত্তর লিখে দেওয়া, প্রশ্নপত্র ক্রয় বিক্রয় করা, ছাপানো ইত্যাদি বিভিন্ন অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের আইনের ধারা অনুযায়ী পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কারাবাসের পাশাপাশি ১০ লক্ষ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অসৎ উপায়ে পরীক্ষার সঙ্গে জড়িত সবাই দোষী সাব্যস্ত হবেন এবং আইনের ধারা অনুযায়ী তাদের শাস্তির মুখে পড়তে হবে।