Barak UpdatesBreaking News

নিউ শিলচর ছাত্র যুব সংস্থার অনুষ্ঠান শুরু ১২ জানুয়ারি

১১ জানুয়ারি : নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১২ জানুয়ারি রয়েছে সভাপতি একাদশ বনাম সম্পাদক একাদশ এইট-এ সাইড ক্রিকেট নাইট টুর্নামেণ্ট। এছাড়া ২০ জানুয়ারি একক ক্যারম, ছোটদের ১০০মিঃ দৌড়, ছোটদের চকলেট দৌড়, ছোটদের অংক দৌড়, ছোটদের হাঁড়ি ভাঙ্গা, যোগাসন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৩ জানুয়ারি রয়েছে পতাকা উত্তোলন, দুপুর ১২-৪১ মিঃ রাঙ্গিরখাড়িতে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও সঙ্গীত পরিবেশন, সন্ধ্যায় ১২৩টি প্রদীপ প্রজ্বলন। ২৪ জানুয়ারি কলাক্ষেত্রম মিউজিক কলেজে রয়েছে একক দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগীদের সঙ্গীত ও নৃত্যের জন্য সন্তোষ চন্দ ও প্রদীপ সুত্রধর এবং ক্রীড়া প্রতিযোগিতার জন্য দিলীপ কুমার বাদ্যকর ও অমল ঋষির কাছে নাম তালিকাভুক্ত করার অনুরোধ করা হয়েছে।

২৬ জানুয়ারি রয়েছে সকাল সাড়ে ৮টায় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব রাত ৮টায় অস্থায়ী মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। বার্ষিক উৎসবের সঙ্গে কিছু দাবিও রেখেছে সংস্থা। দাবিগুলি হলো, নিউ শিলচর এলাকায় একটি খেলার মাঠ এবং গ্রন্থাগার স্থাপন করা, অবিলম্বে স্থায়ী বাজার তৈরি করা, এলাকায় সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, আরবান ওয়াটার সাপ্লাই এণ্ড সুয়েরেজ বোর্ড দ্বারা সুষ্ঠভাবে জল সরবরাহ করা, নিউ শিলচরে নালা-নর্দমা ও জমা জল নিষ্কাশনের সুবন্দোবস্ত করা ইত্যাদি।

এ বার এই দাবিগুলি পূরণ না হলে সংস্থা বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে সংস্থার সভাপতি চিন্ময় রায় এবং সম্পাদক আশিস রায় মত ব্যক্ত করেছেন। ইতিমধ্যে সংস্থার এক শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker