Barak UpdatesCulture

নাচ-গান-কবিতায় এসো বলি’র পুজোর আড্ডা

১২ অক্টোবর : ধারাবাহিকতা বজায় রেখে শারদীয় পুজো নিয়ে এক আড্ডায় মেতে উঠলেন এসো বলি’র সদস্যরা। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে পুজোর আগেই ছিল কথায়, কবিতায়, নাচে, গানে এই পরিপূর্ণ অনুষ্ঠানটি। দেবী দুর্গার মূর্তির সামনে মঙ্গলদীপ জ্বালিয়ে এই আড্ডার শুভ সূচনা করেন মুখ্য অতিথি কবি চন্দ্রিমা দত্ত। তাঁর সঙ্গে ছিলেন সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবী করুণাময় পাল। এই উদ্বোধনের মুহূর্তে ঢাকবাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে আবহ তৈরি করেন এসো বলির সদস্যরা। এরপর এই আসরে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত ও ঊদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্পাদক শিবম দাস। সাংস্কৃতিক সম্পাদক পর্ণশ্রী দাস উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।

এসো বলির এই আগমনী আড্ডায় দুর্গোতসবের একাল সেকাল সহ উঠে আসে নারীশক্তি, পুরুষতন্ত্র, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে অশুভ শক্তির উন্মাদনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া বর্তমান সময়ে মেয়েদের ক্ষমতায়ন ও নারীর অবস্থানে পুরুষের ভূমিকা, জীবনবোধ ইত্যাদি বিষয়ে নবীন ও প্রবীণের মত বিনিময় হয়েছে। আগমনী আড্ডাকে একদিকে যেমন সমৃদ্ধ করে তোলেন বরাকের গুণি ব্যক্তিত্ব চন্দ্রিমা দত্ত, দীপক সেনগুপ্ত, করুণাময় পাল প্রমুখ, তেমনি নবীন প্রতিভাদের মধ্যে বিশ্বরাজ ভট্টাচার্য, সায়ন চক্রবর্তী, অধিষ্ঠিতা শর্মারাও কবিতায়, গানে আসরকে আকর্ষণীয় করে তোলেন। স্বনামধন্য কবি চন্দ্রিমা দত্তের কবিতা ছিল এ দিনের আসরের বিশেষ প্রাপ্তি। এছাড়াও বিভিন্ন পারফরম্যান্সে এসো বলির অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন শোভনা ধর, সমর্পিতা ভট্টাচার্য, কাবেরী রায়, স্বাগতম রায় সহ অন্যরা। এসো বলির পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন নিরুপম শর্মা চৌধুরী, শিবম দাস, নিকিতা বণিক, দেবষ্মিতা বিশ্বাস, শুভজিত দাস, বুবু চৌধুরী, অনির্বাণ রায় প্রমুখ।

এসো বলির অন্যতম সদস্য সঙ্গীতা দাস, শ্বেতা রায় ও নেহা চক্রবর্তী নৃত্য পরিবেশন করে উপস্থিত সবার প্রশংসা কুড়িয়ে নেন। এই আসরে আগাগড়াই সুত্রধার বা সঞ্চালকের ভূমিকায় ছিলেন সব্যসাচী রুদ্রগুপ্ত। প্রসঙ্গত, আত্মপ্রকাশের পর থেকেই এসো বলি প্রবীণ ও তরুণ প্রজন্মের মধ্যে এক আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। তাছাড়া উপস্থিত বুদ্ধির বিকাশ, বিভিন্ন বিষয়ে চিন্তাচর্চার মাধ্যমে নতুনদের সাধারণ জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker