Barak UpdatesCultureBreaking News
নাচে-গানে-কথায় কোভিড সচেতনতা শান্তিকা-নৃত্যালয়মের
ওয়েটুবরাক, ১৬ এপ্রিলঃ নাচে-গানে-কথায় কোভিড সচেতনতায় অনুষ্ঠান করে শান্তিকা নামে এক এনজিও। সঙ্গে নৃত্যালয়ম। গোলদীঘি মল, সেন্ট্রাল রোড, রাঙ্গিরখাড়ি, প্রেমতলা— স্থানে স্থানে তারা নৃত্যের মাধ্যমে করোনা সতর্কতার বার্তা ছড়িয়ে দেন। শান্তিকা-র সভাপতি সুচরিতা ধর এবং নৃত্যালয়মের অধ্যক্ষা শিপ্রা পুরকায়স্থ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বলেন, করোনা থেকে বাঁচতে হলে কী কী করা উচিত। তাঁদের কথায়, করোনার কথা খেয়াল রেখে সতর্ক দিনযাপন করলে অনেকটা রেহাই মিলতে পারে।
এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন নবনীতা দেব, তনুশ্রী পুরকায়স্থ, নীহারিকা চন্দ্রশেখর, অর্চিস্মিতা রায়, সু্স্মিতা ভট্টাচার্য, তনুপ্রিয়া গোস্বামী, দেবপ্রিয়া দেবরায়, শম্পা ধর, তাপসী ভট্টাচার্য প্রমুখ।