Barak Updates
নাগরিকত্বের উল্লেখই নেই কংগ্রেসের স্থানীয় ইস্তাহারে
৩ এপ্রিলঃ নাগরিকত্ব বিল লোকসভায় পাস হলেও সরকার রাজ্যসভায় পেশই করেনি। এ নিয়ে বিজেপিরই বিব্রত হওয়ার কথা ছিল। কিন্তু ঘটছে উল্টোটা। শিলচরে বিল ইস্যুতে চরম অস্বস্তিতে কংগ্রেস। সর্বভারতীয় ইস্তাহারে এই সংশোধনী প্রস্তাব বাতিলের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এতদিন শিলচরের দলীয় প্রার্থী সুস্মিতা দেব বলছিলেন, তিনি বিলের বিরুদ্ধে নন। ২০১৪ সালের ভোটার তালিকা ধরে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলকে নাগরিকত্ব দেওয়া হোক। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কমিটি বাংলায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে। তাতে নাগরিকত্ব সংশোধনী বিলের উল্লেখই নেই। এমনকী, বাদ দেওয়া হয়েছে কাছাড় কাগজ কল পুনরুজ্জীবন প্রসঙ্গও। সর্বভারতীয় ইস্তাহার থেকে বাছাই করে ১৭টি অঙ্গীকারের কথা উল্লেখ রয়েছে তাতে। ওই বাছাই প্রক্রিয়ায় সযত্নে পরিহার করা হয়েছে নাগরিকত্ব বিল বাতিলের প্রতিশ্রুতি। আবার ২০১৪-র ভোটার তালিকা ধরে সবাইকে নাগরিকত্ব দেওয়ার কথা বলারও সাহস দেখাতে পারেনি।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঝেড়ে কাশেননি কেউ। মূল প্রশ্ন এড়িয়ে প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিনস, জেলা সভাপতি প্রদীপকুমার দে, পার্থরঞ্জন চক্রবর্তী, দীপন দেওয়ানজি, সঞ্জীব রায় সবাই বিজেপি-কে দোষারোপে মেতে ওঠেন।
স্থানীয় ইস্তাহারে বলা হয়েছে, দল ক্ষমতায় এলে ন্যূনতম আয়ের পরিবারগুলির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, শুধু লোকসভা-বিধানসভায় প্রতিনিধিত্ব নয়, সমস্ত চাকরিতেও মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ, জিএসটি সরলীকরণ, শিক্ষাখাতে বাজেটের ৬ শতাংশ বরাদ্দ, কেন্দ্রীয় সরকারের ২২ লক্ষ খালি পদ পূরণ করা হবে। এ দিন ইস্তাহার বা ঘোষণা পত্র প্রকাশ অনুষ্ঠানে সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, বিভাসরঞ্জন চৌধুরী, জ্যোতিরিন্দ্র দে-ও উপস্থিত ছিলেন।
English text here