Barak UpdatesCultureBreaking News

নতুন রূপে রূপমের কার্যালয়

২১ নভেম্বর: নতুন সাজে সেজে উঠেছে রূপম সাংস্কৃতিক সংস্থার কার্যালয়৷ গত ১৭ নভেম্বর পুনর্নির্মিত ভবনের দ্বার উন্মোচন করেন রূপমের প্রবীণ সদস্য বিধান চৌধুরী ও পঙ্কজ পুরকায়স্থ। এই ক্লাবঘরটি ৮ মার্চ ১৯৯৯ তারিখে সৌমিত্র চট্টোপাধ্যায় উন্মোচন করেছিলেন৷ সেই বছর তিনি রূপমের একাঙ্ক নাটক প্রতিযোগিতারও উদ্বোধন করেছিলেন। শুরুতেই অনেকে সে দিনের স্মৃতিচারণ করেন। বক্তারা উল্লেখ করেন,  রূপমের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মিক সম্পর্ক ছিল৷ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়৷ রূপম আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ ভাস্কর বিজয় গুপ্তের অকাল প্রয়াণেও এক মিনিট নীরবতা পালন করেন সবাই৷

ছোট্ট পরিসরে কোভিড বিধি মেনে সে দিন পুনর্নির্মিত সভাকক্ষে বিজয়া সম্মেলনেরও আয়োজন করা হয়৷ পৌরোহিত্য করেন রূপমের সভাপতি প্রদীপ দত্তরায়। বক্তব্য রাখেন রাজকুমার পাল, বিধান চৌধুরী, পঙ্কজ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক নিখিল পাল। বিজয়া সম্মিলনী অনুষ্ঠান রুপম সংগীত দিয়ে শুরু হয়৷ পরে একে একে সঙ্গীত পরিবেশন করেন ইন্দিরা সাহা, সুস্মিতা হোম চৌধুরী, সীমা পুরকায়স্থ, মনিকা রায়, দেবরাজ দাস ও বাসব সেন৷ আবৃত্তি পাঠ করেন অর্পিতা নাথ। তবলায় সহযোগিতায় ছিলেন অসীমানন্দ বিশ্বাস, সঞ্চালনায় ছিলেন অর্পিতা নাথ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker