India & World UpdatesBreaking News
নগরপালের বাড়িতে সিবিআই হানা নিয়ে এখনও ধর্নায় মমতা, হট্টগোল সংসদেওMamata vs CBI, dharna continues, both Houses of Parliament adjourned till tomorrow
৪ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবি আই হানার প্রতিবাদে রবিবার রাত থেকে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেও এই ধর্না জারি রেখেছেন তৃণমূল নেত্রী। রাত থেকেই মমতার ধর্না মঞ্চের সামনে ভিড় জমান তৃণমূল নেত্রী ও সমর্থকরা। সকাল হতেই এই ভিড় আরও বেড়ে যায়।
এ দিকে, সিবিআই হানার প্রতিবাদে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মিছিল বের করবে তৃণমূল কংগ্রেস। সোমবার এ ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। নবনিযুক্ত সিবিআই প্রধান আজই কলকাতা ছুটে গিয়েছেন বলে জানা যায়।
রবিবার বিকেলে লাউডন স্ট্রিটে নগরপালের বাড়িতে হঠাত হানা দেয় সিবিআই। সে সময় সিবিআইকে বাধা দিতে হাজির হন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। বলতে গেলে রাস্তার মধ্যেই কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা ও সিবিআই আধিকারিকদের মধ্যে তীব্র বচসা বাঁধে। এরপর কয়েকজন সিবিআই আধিকারিককে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে পার্ক স্ট্রিট থানায় সিবিআই আধিকারিকরা হাজির হলে সেখানেও তাদের পুলিশ ঘিরে রাখে।
All of us together Thank u @H_D_Devegowda@RahulGandhi Behen MayawatiJi@mkstalin@yadavakhilesh@ncbn @ArvindKejriwal@Pawarspeaks@laluprasadrjd@OmarAbdullah@MehboobaMufti
@YaswantSinha@yadavtejashwi@HemantSorenJMM@HardikPatel_@DrAMSinghvi@SharadYadavMP@jigneshmevani80 pic.twitter.com/14mKjPqZEH— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) February 4, 2019
এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে ছুটে যান মমতা সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানেও মমতার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে রাজীব কাণ্ডে সোমবার হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। বিষয়টি সংসদে তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সংসদে এ নিয়ে তুমুল হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে দুপুর দুটো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি রাখা হয়।
The Kolkata incident reached the Parliament and there was much uproar in both Lok Sabha and Rajya Sabha on Monday during the ongoing budget session. Congress leader Mallikarjun Kharge accused the government of using the CBI as a “weapon to eliminate the Opposition.” Calling the detention of CBI officials “unprecedented,” Home Minister Rajnath Singh said the situation in Bengal is “unfortunate and threatens the federal structure.” Amid heavy sloganeering, both the Houses were adjourned till tomorrow.
All of us together Thank u @H_D_Devegowda@RahulGandhi Behen MayawatiJi@mkstalin@yadavakhilesh@ncbn @ArvindKejriwal@Pawarspeaks@laluprasadrjd@OmarAbdullah@MehboobaMufti
@YaswantSinha@yadavtejashwi@HemantSorenJMM@HardikPatel_@DrAMSinghvi@SharadYadavMP@jigneshmevani80 pic.twitter.com/14mKjPqZEH— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) February 4, 2019
Meanwhile, Mamata Banerjee, the Chief Minister of Bengal, has received the support of many leaders. Ahead of the national election, Mamata Banerjee’s “satyagraha” against the centre has added one more layer to the BJP vs opposition battle.
The Bharatiya Janata Party will address a press conference on Tuesday over the ongoing tussle between the Central Bureau of Investigation and state Police Commissioner Rajiv Kumar, said Union Minister of State for Heavy Industries Babul Supriyo.