Barak Updates
ধলাইর মধ্য মালুগ্রামে মহিলারা করলেন দুর্গাপূজা
২২ অক্টোবর : কাছাড় জেলার ধলাই বিধানসভা আসনের মধ্য মালুগ্রামে এবছর মহিলারাই করলেন দেবী দশভুজা বন্দনার পূর্ণ আয়োজন। একমাস আগেই কমিটি গড়ে মাঠে নেমে ছিলেন এলাকার প্রমীলাবাহিনী। নাম দেওয়া হয় মধ্য মালুগ্রাম হরগৌরী সার্বজনীন মহিলা দুর্গাপুজা কমিটি। চাঁদা সংগ্রহ থেকে শুরু করে পূজার বাজার ও মণ্ডপ সাজানোর ব্যবস্থা–সবই মহিলারাই করেন। চারদিনের এই উৎসবে প্রতিদিনই নাম সংকীর্তণ ও উপাসনা হয়। ছিল প্রসাদ বিতরণও। প্রতিমা নিরঞ্জনেও মহিলারাই সমস্ত দেখভাল করেন। কোনও ক্ষেত্রেই তাঁরা যে পুরুষের চেয়ে কম নন, প্রমাণ করে দিয়েছেন। বরং শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁরা অন্য অনেককে টেক্কা দিয়েছেন বলেই এলাকাবাসীর দাবি। সভানেত্রী অনিতা শীল অবশ্য সে জন্য সমগ্র এলাকাবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চাঁদার জন্য যেখানে গিয়েছেন বেশ সাড়া পেয়েছেন। আগামী দিনে এই পুজো চালিয়ে যাওয়ারই অঙ্গীকার করলেন সম্পাদক গোপা নাথ ভৌমিক ও কোষাধ্যক্ষ কল্পনা নাথ।