India & World UpdatesBreaking News
দেশে সর্বকালীন রেকর্ড, পাটনায় পেট্রোল ৯১.৯৬ টাকা
২৫ সেপ্টেম্বর : দেশে জ্বালানির দাম বেড়েই চলেছে। নব্বইয়ের কাঁটা গতকালই অতিক্রম করেছে মুম্বাইয়ে। কিন্তু তার থেকেও এক কদম এগিয়ে গিয়ে পাটনায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯১ টাকা ৯৬ পয়সা। প্রতি লিটার পেট্রোলের দামের ক্ষেত্রে এটি দেশে সর্বোচ্চ রেকর্ড। মুম্বাই ও দিল্লিতে পেট্রোল ডিজেলের দামে বেশ কিছুটা তারতম্য রয়েছে। মুম্বাইয়ে যেখানে লিটার প্রতি পেট্রোল ৯০. ০৮ টাকা, সেখানে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮২ টাকা ৭২ পয়সা। দিল্লিতে প্রতি লিটার ডিজেল ৭৪.০২ টাকা, বিপরীতে মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৭৮ টাকা ৫৮ পয়সা। প্রতি লিটার ডিজেলের দামের ক্ষেত্রেও পাটনা দেশের সর্বোচ্চ স্থানে। এখানে প্রতি লিটার ডিজেলের দাম ৭৯ টাকা ৬৮ পয়সা।
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের পরিসংখ্যান অনুযায়ী ব্যাঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৩.৩৭ টাকা, লখনউয়ে ৮২.১৪ টাকা, কলকাতায় ৮৪.৫৪, হায়দরাবাদে ৮৭.৭০, গুয়াহাটিতে ৮৫.১৭ এবং চেন্নাইয়ে ৮৫.৯৯ টাকা। দেশের কয়েকটি বড় শহরে ডিজেলের মূল্য তালিকা এরকম, ব্যাঙ্গালুরুতে ৭৪.৪০ টাকা, লখনউয়ে ৭৪.১৫, কলকাতায় ৭৫.৮৭, হায়দরাবাদে ৮০.৫১ টাকা, গুয়াহাটিতে ৭৭.৪০ এবং চেন্নাইতে ৭৮.২৬ টাকা।
দিল্লিতে করের হার কম থাকার জন্য এখানে জ্বালানির মূল্য অনেকটাই কম। বিপরীতে মুম্বাইতে বিক্রয় কর বা ভ্যাট বেশি হওয়ায় সেখানে পেট্রোল ও ডিজেলের দামও বেশি। মুম্বাইতে পেট্রোলের ওপর ভ্যাট ২৫ শতাংশ। এর পাশাপাশি সারা রাজ্যে জ্বালানি তেলের ওপর ৯ টাকা সারচার্জ রয়েছে। মুম্বাইয়ে ডিজেলের ক্ষেত্রে ভ্যাট ২১ শতাংশ, সঙ্গে ১ টাকা সারচার্জ রয়েছে সারা রাজ্যে। গত সপ্তাহেই মহারাস্ট্রের ১০টি জেলায় পেট্রোলের দাম ৯০ টাকা স্পর্শ করে।
অন্যদিকে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে বিরোধী দলগুলো সরব হয়েছে। যদিও সরকার বলছে, জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ সরকারের ক্ষমতার মধ্যে নেই। এর জন্য আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের ওঠানামা দায়ী।