NE UpdatesAnalyticsBreaking News
দেশে সবথেকে বিশুদ্ধ বাতাস আইজলে, ক্লাইমেট ট্রেন্ডস-এর সমীক্ষা
আইজল, ৮ অক্টোবর : বায়ুদূষণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে নাম রয়েছে দিল্লির। কলকাতা, মুম্বই, গুরুগ্রামও মাত্রাতিরিক্ত দূষণের কবলে। এই সমস্ত শহরে দূষণ কমাতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও এখনও প্রাণভরে বিশুদ্ধ বায়ু নিতে পারছেন না সাধারণ মানুষ। এই সময়ে একটি সমীক্ষা দেশের বাসিন্দাদের স্বস্তির খবর শোনাল। ওই সমীক্ষা অনুসারে দেশের মধ্যে সব থেকে বিশুদ্ধ বাতাস আইজলে। তাই সাধারণ বাসিন্দাদের দিনকয়েক প্রাণভরে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার জন্য ডেসটিনেশন হতে পারে মিজোরামের রাজধানী আইজল। দেশের কোনও এলাকায় দূষণের মাত্রা কত এবং কোন এলাকায় দূষণের মাত্রা কম তা জানতে একটি সমীক্ষা চালায় ‘ক্লাইমেট ট্রেন্ডস’।
তারা যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছিল রেস্পাইয়ার লিভিং সায়েন্সেস-এর সঙ্গে। তাতেই দেখা গিয়েছে, দেশের মধ্যে সবথেকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে নাম উঠে এসেছে আইজলের। সেখানে বাতাসে ২.৫ পিএম-এর মাত্রা প্রতি ঘন মিটারে ১১.১ মাইক্রোগ্রাম। এই সমীক্ষা এবং বিশ্লেষণটি করে স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক, ক্লাইমেট ট্রেন্ডস’।
রেস্পাইয়ার লিভিং সায়েন্সেস-এর সঙ্গে এই কাজটি করে ওই প্রযুক্তি সংস্থা যা রিয়েল-টাইম আইওটি-ভিত্তিক বায়ুর গুণমান পর্যবেক্ষণ ডিভাইস তৈরির জন্য পরিচিত। ভারতজুড়ে বায়ুর মানের অবস্থার একটি বিস্তৃত রিপোর্ট পাওয়ার জন্য তারা সমীক্ষা চালিয়েছিল। গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই সমীক্ষা চালানো হয়।
তাদের এই সমীক্ষা এবং প্রতিবেদন সরকারের ২.৫ ডেটা সুক্ষ্মভাবে পরীক্ষা করে। তারপরেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটা জাতীয় ক্লিন এয়ার প্রোগ্রাম’-এর আওতাভুক্তদের উপর বিশেষ ফোকাস করেছে। প্রসঙ্গত, ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম-র লক্ষ্য হল বাতাসে দূষণ সৃষ্টিকারী কণা পদার্থের ঘনত্ব ৪০ শতাংশ হ্রাস করা। ২০২৬ সালের মধ্যেই এই কাজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দেশের লক্ষ লক্ষ নাগরিকের জন্য স্বাস্থ্যকর এবং আরও টেকসই জীবনযাপনের পরিবেশ তৈরি করার চেষ্টা করার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা যে রিপোর্ট দিয়েছে, তাতে দেখা গিয়েছে দিল্লির বাতাসের মান সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও দিল্লি দেশের দূষিততম শহর’ বলেও তাতে উল্লেখ করা হয়েছে।