India & World UpdatesAnalyticsBreaking News
দেশে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন দরকার : হিমন্ত
২২ নভেম্বর ঃ শ্রদ্ধা হত্যা মামলার প্রতিধ্বনি শোনা যাচ্ছে গুজরাট নির্বাচনেও। আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার ধানসুরায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এই বিষয়টি উল্লেখ করে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইনের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আফতাব শ্রদ্ধাকে হত্যা করে ৩৫টি টুকরো করে ফেলেছে। পুলিশ যখন জিজ্ঞেস করল, কেন সে শুধু হিন্দু মেয়েদের নিয়ে এসেছে। সে বলেছে, তারা আবেগপ্রবণ বলেই এমনটা করেছে। হিমন্তবিশ্ব শর্মা বলেন, দেশে আফতাব-শ্রদ্ধার সংখ্যা বেশি। দেশে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে কঠোর আইন দরকার।
প্রসঙ্গত, দিল্লিতে শ্রদ্ধা হত্যা মামলার প্রধান অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার স্বীকারোক্তি সামনে এসেছে। এতে বলা হয়েছে, দিল্লির সাকেত আদালতে নিজের অপরাধ স্বীকার করেছে আফতাব। আফতাবকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালত আফতাবের পুলিশি রিমান্ডও চারদিন বাড়িয়েছে। নারকো টেস্টের আগে পুলিশ এখন পলিগ্রাফ টেস্টের প্রস্তুতি শুরু করেছে। এতে আফতাবও অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত আফতাব পুনাওয়ালা আদালতকে জানিয়েছে, রাগের মাথায় ঘটনাটি ঘটেছে। আসামি আফতাবও আদালতকে বলেছেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন। তিনি আদালতকে আরও বলেন, ঘটনাটি মনে রাখতে তার অসুবিধা হচ্ছে।