India & World UpdatesAnalyticsBreaking News
দেশে প্রথম ৫০ হাজার আক্রান্ত ৯৮ দিনে, শেষ ৫০ হাজার মাত্র ৫ দিনে
১৩ জুন : দেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ অতিক্রম করেছে। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ দেশ, যাদের সংক্রমণ ৩ লক্ষ ছুয়েছে। গত ৩০ জানুয়ারি দেশে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। এর ১১০ দিন পর অর্থাৎ ১০ মে এই সংখ্যা ১ লক্ষে পৌছায়। এরপর সংক্রমণের গতি এতটাই তীব্র আকার ধারণ করে যে, মাত্র ২৫ দিনে এই সংখ্যা ৩ লক্ষে পৌছে যায়। তবে স্বস্তির কথা হল, সোয়াশো কোটি দেশবাসীর মধ্যে সংক্রমণের এই গতি যথেষ্ট কম। আমেরিকায় সব থেকে দ্রুত মাত্র ৮২ দিনের সংক্রমণ ৩ লক্ষ অতিক্রম করে। তবে ভারতে সংক্রমণ ৩ লক্ষ হতে সময় লাগে মোট ১৩৫ দিন।
৬ মে দেশে করোনা পজিটিভের সংখ্যা ৫০ হাজার ছিল। অর্থাৎ সংক্রমণ শুরু হওয়া থেকে ৫০ হাজার হতে ৯৮ দিন লেগেছিল। কিন্তু এরপরই গতি বেড়ে যায়। পরবর্তী ৫০ হাজার হতে সময় লাগে ১২ দিন। তার পরের ৫০ হাজার হতে ৮ দিন ও আরও ৫০ বেড়ে ২ লক্ষ হয় মাত্র ৭ দিনে। ২ থেকে আড়াই লক্ষ হতে ৫ দিন ও পরের ৫০ হাজার বেড়ে ৩ লক্ষে পৌছতেও ৫ দিনই সময় লেগেছে।
তবে আশার কথা হল, ভারতে অন্য দেশের তুলনার সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি। আক্রান্ত ৩ লক্ষের মধ্যে প্রায় দেড় লক্ষ রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪৯.৩৪ শতাংশ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ৪৯ জন সুস্থ হয়ে উঠছেন। ইংল্যান্ডে রিকোভারি রেট সবথেকে কম। ২.৯৩ লক্ষ আক্রান্তের মধ্যে মাত্র ০.০৭৬ শতাংশ। বেশি সংক্রমণ হওয়া ৪টি দেশের মধ্যে রাশিয়ায় সুস্থ হওয়ার হার সবথেকে বেশি। ওই দেশে রিকোভারি রেট ৫১.৯৭ শতাংশ।