NE UpdatesAnalyticsBreaking News
দেশে প্রথম মাল্টিমডেল লজিস্টিক হাব হচ্ছে আসামে
৩০ জুন : দেশের মধ্যে আসামে সর্বপ্রথম তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল মাল্টিমডেল লজিস্টিক হাব। যোগিঘোপার অশোক পেপার মিলের ২০০ বিঘা জমিতে এই হাব হচ্ছে। ইতিমধ্যে এই হাব নির্মাণের জন্য এনএইচআইডিসিএলকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার আসাম বিধানসভার ক্যাবিনেট কমিটির বৈঠকে এ ব্যাপারে অনুমোদনও জানানো হয়েছে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান, মন্ত্রিসভার ক্যাবিনেট কমিটি গ্রামাঞ্চলের বিভিন্ন ব্লকে উন্নয়নমূলক কাজকর্ম ত্বরান্বিত করার জন্য নাবার্ডের কাছ থেকে ৩৩৮.২৮ কোটি টাকা ঋণ গ্রহণে অনুমোদন জানায়। একইসঙ্গে রাজ্যে বর্তমান চলতে থাকা শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বরের পরিবর্তে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ক্ষেত্রে অনুমোদন জানায় ক্যাবিনেট কমিটি। এছাড়া বৈঠকে জিএসটি অর্ডিন্যান্সে অনুমোদন জানানো হয়। এর অধীনে কোভিড-১৯-এর জন্য জিএসটি রিটার্ন ইত্যাদির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বৈঠকে আসাম ভবনের কর্মচারীদের জন্য নতুন সেবাবিধিতে অনুমোদন জানানো হয়।