India & World UpdatesAnalyticsBreaking News
দুর্গাপুজোয় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বেলুড় মঠে
১৩ অক্টোবর : করোনা আবহের মধ্যেই শুরু দেবা দুর্গার বোধনের প্রস্তুতি। আর তাই এ বার দুর্গাপুজোকে কেন্দ্র করে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল বেলুড়মঠ কর্তৃপক্ষ। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের সঙ্গে মঠ কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়, এ বছর করোনা সংক্রমণের কারণে দুর্গাপুজোয় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে বেলুড় মঠে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই মঠের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এ বছর, বেলুড় মঠের মূল মন্দিরের ভেতরেই হবে পুজোর আয়োজন। তবে এ বছর কোনও প্রসাদও বিতরণ করা হবে না বলে জানা গিয়েছে। প্রতি বছরের মতো এবারও মঠে কুমারী পুজো হলেও কম থাকবে আড়ম্বর। ঘরোয়া আবহে কোভিড প্রোটোকল মেনেই হবে সব পুজোর আয়োজন।
ইতিমধ্যেই, করোনায় আক্রান্ত হয়েছেন বেলুড় মঠের বহু সন্ন্যাসী। সংক্রমণের কবলে পড়েছেন মঠের কর্মীদের একটি বড় অংশ। আর সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছর যেখানে বেলুড় মঠের দুর্গাপুজো দেখতে ভিড় জমান দর্শনার্থীরা, সেখানে এবার কোভিড ১৯-এর কারণে দুর্গাপুজোয় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ।