Barak UpdatesCultureBreaking News
দুধপাতিল নাথপাড়ায় নানা কর্মসূচি আর্য সংস্কৃতি বোধনীর
১৬ জানুয়ারিঃ আগামী ২৩ জানুয়ারি দুধপাতিল পঞ্চম খণ্ড নাথপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালনে উদ্যোগী হয়েছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি। মূল উদ্দেশ্য, সমিতির অংকন বিভাগ নেতাজি ফাইন আর্টস অ্যাকাডেমির মুখ্য কার্যালয়ের উদ্বোধন। সকাল ১১টায় শুরু হবে উদ্বোধনী কর্মসূচি। হবে অংকন প্রদর্শনী ও প্রতিযোগিতা, ধামাইল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সে দিনের সূচিতেই রয়েছে অংকন এবং ধামাইল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
অংকন প্রতিযোগিতা অবশ্য সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাবে। একযোগে হবে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ, 555 নং ঘুংঘুর বালিকা বিদ্যালয়, রংপুর নবপল্লী, কাশীপুর বল্লভভাই প্যাটেল হাইস্কুল, সতসঙ্গ আশ্রম রোড শিশুমন্দির রোড গৃহ নং 61 এবং নতুন দয়াপুরে ইবম হাল হাই স্কুলে।
দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঁচ বিভাগে অংকন প্রতিযোগিতা হবে। ক-বিভাগে কেজি থেকে দ্বিতীয় শ্রেণি, যেমন খুশি আঁকো। খ-বিভাগে তৃতীয়-চতুর্থ শ্রেণি, নিজের পছন্দমত অ্যানিমেশন। গ-বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি, মানুষ বা প্রাণী সহ একটি প্রাকৃতিক দৃশ্য। ঘ-বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত, করোনা ভাইরাসের ওপর সতর্কতামূলক ছবি। এবং ঙ-বিভাগে একাদশ-দ্বাদশ শ্রেণি একটি থ্রি ডি ছবি বা বিখ্যাত ব্যক্তিত্বের প্রতিকৃতি অঙ্কন।
ধামাইল প্রতিযোগিতার প্রতিযোগীদের আটজনের দল গঠন করতে হবে। নাম লেখাতে হবে আগামী সতেরো জানুয়ারির মধ্যে। জানিয়েছেন নেতাজি ফাইন আর্টস অ্যাকাডেমির অধ্যক্ষ সুশান্ত নাথ (মোবাইল 8638106632, 9854576650)।