Barak Updates
দীপক ভট্টাচার্যকে ইরাবত স্মৃতি সম্মান
৩০ সেপ্টেম্বর : একসময়ের সংগ্রামী ব্যক্তিত্ব তিনি। আজ তাঁকে শিলচর শহরের সাংস্কৃতিক অভিভাবকদের অন্যতম একজন হিসেবে গণ্য করা হয়। কোনও অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করলে সময়মতো পৌঁছে যাওয়াটা তাঁর অভ্যেস। আবার নিজের সন্তানের অনুষ্ঠান শেষ হলেই অভিভাবকরা যেভাবে চলে আসেন, সেই তালিকায়ও নেই তিনি। অসুস্থ শরীরেও যতটুকু সম্ভব অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরেন। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, আর মুখে একগাল হাসি নিয়ে তিনি পরিচিত-অপরিচিত সবারই কুশল মঙ্গল জিজ্ঞেস করেন।
তাঁকে কে না চেনেন? তিনি প্রাক্তন বিধায়ক দীপক ভট্টাচার্য। রবিবার শিলচরে এক অনুষ্ঠানে তাঁকে হিজম ইরাবত সিংহ স্মৃতি সম্মান দেওয়া হলো। সম্মান গ্রহণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন দীপকবাবু। চোখের জল আটকে রাখতে পারেননি। বলেন, শরীর অসুস্থ থাকায় ঠিকভাবে সব দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। এরপরও এই সম্মানের জন্য তাঁকে নির্বাচিত করায় তিনি আপ্লুত।
সংগ্রামী ইরাবত সিংহের ১২২তম জন্মদিন উপলক্ষে রবিবার শিলচর গান্ধীভবনে দীপক ভট্টাচার্যকে এই সম্মান জানায় ইরাবত সিংহ স্মৃতিরক্ষা কমিটি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এস লোকেন্দ্রজিত সিংহ।
অন্য অতিথিদের মধ্যে ছিলেন জিসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও চূড়ামণি সিংহ, বিশিষ্ট আইনজীবী দুলাল মিত্র প্রমুখ। দুলালবাবু এ দিন বক্তব্য রাখতে গিয়ে দীপক ভট্টাচার্যের সময়ানুবর্তিতা ও সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি ইরাবত সিংহের সংগ্রামী জীবন নিয়েও বলেছেন। এছাড়াও এ দিন ইরাবত সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিও ছিল।