CultureBreaking News

দিল্লিতে অনুষ্ঠান করে ফিরল নৃত্যায়ন
Nrittayan returns back after performing in Delhi

দিল্লির শ্রীহট্ট সম্মিলনীর ৬০ বছর পূর্তি অর্থাৎ হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছে শিলচরের বিশিষ্ট নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যায়ন। নয়াদিল্লির গোল মার্কেটে এর মুক্তধারা অডিটোরিয়ামের বঙ্গ সংস্কৃতি ভবনে গত ১৯ আগস্ট এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। নির্দিষ্ট দিনে সন্ধে পৌনে সাতটা নাগাদ এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এইচ ই সয়ীদ মোয়াজ্জেম। সঙ্গে ছিলেন শ্রীহট্ট সম্মিলনীর সভাপতি নবেন্দু ভট্টাচার্য ও অন্যরা এরপর সংস্থার স্মরণিকা উন্মোচন করা হয়। এরপর নবারুণ ভট্টাচার্যের পরিচালনায় সংস্থার সদস্যরা পরিবেশন করেন একটি গীতিআলেখ্য ‘শ্রীভূমি’। এতে শিল্পীরা ছিলেন অনিন্দিতা সেন, অঙ্কিতা সেনগুপ্ত, তিথি ভট্টাচার্য, জলি মিশ্র ও সিদ্ধার্থ দেব।

Rananuj

এরপর নৃত্যায়নের সভাপতি ডা মনিকা দেব ও অধ্যক্ষ চন্দন মজুমদারকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। নৃত্যাায়নের পক্ষে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জয়ন্ত দেবরায়। শ্রীহট্ট সম্মেলনের সভাপতি নবেন্দু ভট্টাচার্যের হাতে একটি স্মারক তুলে দেন নৃত্যায়নের সভাপতি ডাঃ মনিকা দেব।

লোকসংস্কৃতির এক বলিষ্ঠতম উপাদান হচ্ছে লোকনৃত্য। বরাক উপত্যকার লোকগীতি এবং লোকনৃত্য সম্বন্ধে বলতে গেলে অবিভক্ত সুরমা উপত্যকায় শ্রীহট্ট কাছাড়ের এই ভূখন্ডের কথা আসবেই। গ্রামীণ জীবনের শ্রম-কর্ম, সুখ-দুঃখ, আশা-নিরাশা,আনন্দ- বেদনা নিয়ে ভিন্ন আঙ্গিকের গান ও নাচের জন্ম হয়েছে। ১২ মাসের এই নৃত্যগীতের কিছু অংশকে নিয়ে নৃত্যায়ন একটি অনুষ্ঠান ‘রঙে ভরা গান’ পরিবেশন করে। এতে সুরমা ও বরাক  উপত্যকার বছর জুড়ে থাকা নানা উৎসব ও প্রচলিত বিভিন্ন আচার অনুষ্ঠানের নৃত্য গীতি রূপ প্রকাশ পেয়েছে। গ্রন্থনা,পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন চন্দন মজুমদার এবং ভাষ্যপাঠে চন্দ্রিমা মজুমদার।

এতে অংশ নিয়েছেন চন্দ্রিমা মজুমদার, সাগরিকা বর্মন, সংস্মিতা সুমিতা নাথ মাঝারভূঁইয়া, পায়েল আচার্য, রোজি সরকার, কণিকা দত্ত, অদ্রিতা দাস, দেবপ্রিয়া দেবরায়, অজয় পাল সুব্রত সরকার, অমিত দাস দেবরাজ দাস ও শিশুশিল্পী চিরন্তন মজুমদার। চিরন্তন মজুমদারের নৃত্যে আপ্লুত হয়ে দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। পরে প্রত্যেক শিল্পীকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ড. নভোজিত তালুকদার ও ড. সোমা তালুকদার।অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট সংগীত শিল্পী আনন্দময়ী ভট্টাচার্যের ওঝা গানের সঙ্গে ওঝা নৃত্য বিশেষ প্রশংসিত হয়।এছাড়া বরাকের গর্ব কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গানের সঙ্গে নাচ ‘গৌরী এল দেখে জা লো’ বিশেষ মাত্রা পায়।

On the occasion of the completion of 60 illustrious years of Srihatta Sammilani, Delhi, a befitting programme was organized. Noted dance troop from Silchar “Nrittayan” went to Delhi at the call of Srihatta Sammilani and showcased a beautiful performance. The programme was held at Banga Sanskritik Bhavan of Muktodhara auditorium in Gol Market area of New Delhi on 19 August.

The programme began by lighting of the lamp by Syed Muazzem Ali, Bangladesh High Commissioner to India. This was followed by a musical recital, which was directed by Nabarun Bhattacharjee and performed by Anindita Sen, Ankita Sengupta, Tithi Bhattacharjee, Joli Mishra and Siddhartha Deb.

After that, Dr. Monika Deb and Chandan Majumdar, President & Principal of Nrittayan respectively were felicitated by the organizers. Jayanta Debroy was the anchor of the programme on behalf of Nrittayan. Nabendu Bhattacharjee, President of Srihatta Sammilani, Delhi was honoured by Dr. Monika Deb with a memento. The artists of Nrittayan presented a programme entitled ‘Ronge Bhora Gaan” which was a depiction of the folk life of the people of Cachar. The dance drama was conceived and directed by Chandan Majumdar whereas the background narration was done by Chandrima Majumdar.

The artists who performed under the direction of Chandan Majumdar were Sagarika Barman, Sangsmita, Sumita Nath, Payel Acharjee, Rosy Sarkar, Kanika Dutta, Debapriya Debroy, Ajay Paul, Subrata Sarkar, Amit Das, Debraj Das and child artist Chirantan Majumdar. The audience gave a standing ovation at the wonderful performance of Chirantan.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker