Barak UpdatesBreaking News
দায়িত্ব নিলেন শিলচরের নতুন ওসিCharge taken by new OC of Silchar
তিনি এর আগেও কাছাড় জেলায় চাকরি করে গিয়েছেন। ছিলেন রাঙ্গিরখাড়ির ওসি। তখন অবশ্য তিনি ছিলেন সাব-ইন্সপেক্টর। পরবর্তী সময়ে গোস্বামী ইন্সপেক্টর পদে উন্নীত হন। তাঁর নিযুক্তিতে অনেকে নিরাপত্তার দিক থেকে আশাবাদী। কারণ সাব-ইন্সপেক্টর কার্যকালে এই অঞ্চলে তিনি বহু সফল অভিযান চালিয়ে দুষ্কৃতীদের শায়েস্তা করেছেন। ওসি গোস্বামীও বলেন, সাধারণ মানুষের শান্তিতে বসবাসের জন্য তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।
Goswami has been relieved from Dial 100 of Guwahati city. He has served previously at Rangirkhari police out post in the capacity of Sub-Inspector. During that tenure, he was active against the criminals and conducted successful operations. After taking charge as OC, Goswami said that he will try his level best so that the common people remains at peace.