Barak UpdatesBreaking News
দাবিদাওয়া নিয়ে করিমগঞ্জেও প্রতীকী অনশন জেলা কংগ্রেসের
২৭ জুলাই : বিধানসভা ভবনে অনশনরত বিধায়কের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে দুই ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি ছিল জেলা কংগ্রেস কার্যালয় চত্বরেই।
প্রসঙ্গত, করিমগঞ্জের বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে বিধানসভা ভবনে অনশনে বসেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়কের এই অনশনকে সামনে রেখে এবং আরও কিছু দাবি-দাওয়া নিয়ে এ দিন জেলা কংগ্রেস কর্মকর্তারা এই অনশন শুরু করেন। পরে জেলা কংগ্রেস সভাপতি সতু রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক রঞ্জিত কুমার লস্করের হাতে জেলাশাসকের উদ্দেশে একটি স্মারকপত্র তুলে দেন। আন্দোলনরত কংগ্রেস নেতা-কর্মীরা এ দিন করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গটিও তুলে ধরেন। এইসব দুর্ঘটনার জন্য মদ্যপ হয়ে গাড়ি চালানো, প্রশাসনের নিষ্ক্রিয়তা ইত্যাদি কারণ উল্লেখ করেছেন। তাছাড়া জেলা প্রশাসন জমি কেনা বেচা বন্ধ করে রাখায় বহু মানুষ অসুবিধায় পড়েছেন বলেও এ দিন কংগ্রেস কর্মকর্তারা উল্লেখ করেন।