NE UpdatesAnalyticsBreaking News
দলের হারের নৈতিক দায়, ইউডিএফ-ই ছাড়লেন আমিনুল ইসলাম
গুয়াহাটি, ১০ জুন : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ফের বড়সড় আঘাত এআইইউডিএফ দলে। এই দলের সব ধরনের পদ থেকে পদত্যাগ করলেন প্রবীণ নেতা আমিনুল ইসলাম। ধুবড়িতে বদরুদ্দিন আজমলের পাশাপাশি অন্য দুটো কেন্দ্রে শোচনীয় হারের গ্লানি এখনও দলের নেতা-কর্মীদের মন থেকে হারিয়ে যায়নি।
আজমল নেতৃত্বাধীব এআইইউডিএফ দলে সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম। এছাড়াও তিনি ছিলেন মানকাচরের বিধায়ক। লোকসভা নির্বাচনে এআইইউডিএফ দলের শোচনীয় পরাজয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে তিনি দল ছাড়েন।
লোকসভা নির্বাচনে শুধুমাত্র সংখ্যালঘু রাজনীতির ওপর নির্ভরশীল ইউডিএফ দলটি ধুবড়ি, করিমগঞ্জ ও নগাঁও লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। তিনটি কেন্দ্রেই মুসলিমরা এই দলকে প্রত্যাখ্যান করেছেন। শুধু পরাজয়ই নয়, করিমগঞ্জ ও নগাঁও কেন্দ্রে ইউডিএফ প্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দলের সুপ্রিমো ধুবড়ি কেন্দ্রে ১০ লক্ষের বেশি ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এই পরিস্থিতিতে এ বার দলের এক প্রবীণ নেতা পদত্যাগ করায় অন্দরে আলোড়োনের সৃষ্টি হয়েছে।