NE UpdatesIndia & World UpdatesBreaking News

দক্ষিণ ত্রিপুরায় বন্যা, ঘরে ধস পড়ে মৃত ১

ওয়েটুবরাক, ২৫ অগস্ট: লাগাতার বর্ষণের দরুন দক্ষিণ ত্রিপুরা জেলায় বন্যা দেখা দিয়েছে। বিলোনিয়া শহর জলমগ্ন৷ ধস পরে এক যুবকের মৃত্যু হয়েছে। আরও দুই নাবালক আহত হয়েছে। জেলাপ্রশাসন তিনটি ত্রাণ শিবিরে বিপন্নদের থাকার ব্যবস্থা করে।

Rananuj

বুধবার সকালে বিলোনিয়ার উত্তর সোনাইছড়ি দাসপাড়া এলাকায় বসতঘরে ধস পরে নারায়ণ ভৌমিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় যুবকদের সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় মৃতদেহটি উদ্ধার করে। ঝেরঝরি এলাকায়ও তিনটি বসতঘরে ধস পড়ে৷ তাতে রফিক মিয়ার দুই ছেলে রাসেল মিয়া (১২) এবং রহিম মিয়া (১১) ঘরের ভেতরে মাটি চাপা পড়ে। স্থানীয় মানুষের সহায়তায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা এখন বিলোনিয়া হাসপাতালে ভর্তি।

আপাতত, তারা বিপদমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিলোনিয়া মহকুমা শাসক সংবাদমাধ্যমে জানিয়েছেন দুই নাবালকের চিকিৎসা বাবদ ৫০০০ টাকা তাদের বাবাকে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে। ফলে, তিনটি ত্রাণ শিবির খোলা হলেও একটি ত্রাণ শিবিরে এক পরিবারের ৪ জন আশ্রয় নিয়েছেন। এছাড়াও ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। তিনি বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফে সমস্ত সহায়তা দেওয়া হবে।

বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক জানিয়েছেন, ভারী বর্ষণে চারিদিকে জলমগ্ন হওয়ায় বহু মানুষ বাড়িঘরে বন্দি অবস্থায়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইটবার্তায় বলেন, দক্ষিণ ত্রিপুরায় ইতিমধ্যে উদ্ধারকার্যে কর্মীদের মোতায়েন করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের সমস্ত রকম সহায়তা করবে ত্রিপুরা সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker