NE UpdatesAnalyticsBreaking News
‘ত্রিপুরা বিভূষণ’ সহ ৫ পুরস্কার ঘোষণা রাজ্য সরকারের
৩ জুন ঃ রাজ্যের খ্যাতনামা ৫ ব্যক্তিকে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মান জানাবে ত্রিপুরা সরকার। বুধবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের ৫ ব্যক্তিত্বকে সম্মান জানানোর জন্য সরকার ৫টি পুরস্কার চালু করছে। এই ৫টি পুরস্কার হল, ত্রিপুরা বিভূষণ, যার পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা, ত্রিপুরা ভূষণ, পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা, এসডি বর্মণ মেমোরিয়াল অ্যাওয়ার্ড (পুরস্কার মূল্য ১ লক্ষ টাকা), মহারানি কাঞ্চনপ্রভা দেবী মেমোরিয়াল অ্যাওয়ার্ড (১ লক্ষ টাকা) এবং স্টেট অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস ( ১ লক্ষ টাকা)।
শিক্ষামন্ত্রী জানান, প্রতি বছর ২১ জানুয়ারি ত্রিপুরার প্রতিষ্ঠা দিবসে এই পুরস্কারগুলো প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পুরস্কার প্রাপকদের নাম নির্বাচন করার জন্য একটি কমিটিও গঠন করা হবে। তিনি জানান, ত্রিপুরা বিভূষণ ও ত্রিপুরা ভূষণ পুরস্কার দুটি শিক্ষা, সাংবাদিকতা, কলা, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের প্রদান করা হবে। মহারানি কাঞ্চন প্রভা দেবী পুরস্কারটি শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণের জন্য, মহিলা উন্নয়ন এবং নারী ও শিশুদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের জন্য প্রদান করা হবে।
তিনি আরও জানান, এসডি বর্মণ অ্যাওয়ার্ড সঙ্গীত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাউকে দেওয়া হবে। তিনি এও বলেন, রাজ্যে এর আগে এ ধরনের কোনও পুরস্কার দেওয়ার চল ছিল না। এ বারই তা প্রথম আয়োজন করা হচ্ছে।