Barak UpdatesAnalyticsBreaking News
বরাকের হোটেল-রেস্তোরাঁয় বাংলাদেশিদের থাকতে মানা, সিদ্ধান্ত ইউনিয়নের

ওয়ে টু বরাক, ৬ ডিসেম্বর : প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি আবারও অস্থিরতা শুরু হয়েছে। দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও ইসকন সদস্যদের গ্রেপ্তারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া অব্যাহত। এ ঘটনার বিরুদ্ধে ত্রিপুরা সহ আসামের কিছু অংশে বিক্ষোভ চলছে।
এই পরিস্থিতিতে বরাকের বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ বাংলাদেশি গ্রাহকদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার হোটেল ও রেস্তোরাঁয় কোনও বাংলাদেশি গ্রাহককে থাকতে দেওয়া হবে না।
অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, বাংলাদেশে ঘটনাটি খুবই দুঃখজনক। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন। সংস্থার এক সদস্য বলেন, ‘আমরা হিন্দুদের উপর নির্যাতন বেড়ে যাওয়া, মৌলবাদীদের উত্থান এবং বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিবেশ মানসিকভাবে মেনে নিতে পারি না। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি আবার স্থিতিশীল হবে এবং আমাদের সাথে সম্পর্ক জোরদার হবে। যদি এর উন্নতি হয় তাহলেই বাংলাদেশি গ্রাহকদের পরিষেবা দেওয়ার কথা বিবেচনা করা হবে।’