Barak Updates

তেজপুরেও কোয়রান্টাইন হচ্ছেন ডাক্তাররা

২৪ মে: তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরিষেবায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরেকটি ব্যাচ কোয়ারেন্টাইনে গেল রবিবার। দুই চিকিৎসক, এক স্টাফ নার্স সহ একজন করে ওয়ার্ড বয় ও ক্লিনার রয়েছেন এই ব্যাচে। আজ সকাল ৭ টায় ৭ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয় তাঁদের। এদিকে, শনিবার বিকেল ৩ টায় কোয়ারেন্টাইনের মেয়াদ সম্পূর্ণ করা প্রথম ব্যাচের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানান মেডিক্যালের অধ্যক্ষ সহ পদস্থ আধিকারিকরা। ব্যাচে ছিলেন ডা: অভিষেক যোশি, স্টাফ নার্স অনিতা ওঝা, দুই ওয়ার্ড বয় বালাকৃষ্ণ ভোজাল, বেণু থাপা ও ক্লিনার নব নাথ।

তাছাড়া, তেজপুর এমসিএইচ-এর দ্বিতীয় ব্যাচের করোনা চিকিৎসক-কর্মীদেরও ২৩ মে রাত ১১ টায় কোয়ারেন্টাইন সময়সীমা শেষ হয়। ডা: প্রাঞ্জল দত্ত সহ অঞ্জলি হাজরিকা, অঙ্কুর হাজরিকা ও পরেশ নাথ ছিলেন এই দলে। প্রসঙ্গত, আইসিএমআর-এর নিয়ম অনুযায়ী টানা সাতদিন করোনা চিকিৎসা পরিষেবায় থাকার পর সাতদিনের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। আর এই গাইড লাইন মেনেই করোনা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইন করা হচ্ছে দফায় দফায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker