India & World UpdatesAnalytics
তৃতীয় তরঙ্গে শিশুদের চিকিৎসা কীভাবে, নির্দেশনা কেন্দ্রের
১০ জুন : দেশে করোনার দ্বিতীয় ওয়েভের পর তৃতীয় ওয়েভ আসার সম্ভাবনা। তার আগেই চিকিত্সকরা জানাচ্ছেন,মূলত তৃতীয় ওয়েভে আক্রান্ত বেশি হতে পারে শিশুরা অর্থাত্ ১৮ বছরের কম বয়সিরা। ঠিক তার আগেই শিশুদের সতর্ক করতে এবার বিশেষ গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। কি কি বিষয়ের ওপর কেন্দ্র গাইডলাইন প্রকাশ করেছে—-
গাইডলাইনে বলা হয়েছে, কোনও শিশুর ক্ষেত্রে রেমডিসিভির ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে ১৮ বছরের কম বয়সি কিশোর-কিশোরীদের ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে। তবে সেটা কতটা তা এখনও স্পষ্ট নয়।স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। যদিও যে সমস্ত শিশুর ক্ষেত্রে বিপদ আছে তাদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করতে পারে চিকিত্সকরা। তবে সেটা হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের জন্য। বিশেষজ্ঞদের মত, স্টেরয়েড ব্যবহার কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যা বর্তমান পরিস্থিতে মহামারির আকার ধারণ করেছে।
মাস্ক পরার ক্ষেত্রে কেন্দ্রের গাইডলাইনে বলা হয়েছে, ৫ বছরের কম বয়সি শিশুদের মাস্ক পরার প্রয়োজন নেই। তবে ৬-১১ বছর বয়সিরা মাস্ক ব্যবহার করতে পারে। কিন্তু মাস্ক পরতে যদি সমস্যা হয়। সেক্ষেত্রে পরার প্রয়োজন নেই। ১২ বছরের ওপরে যারা তাদের অবশ্যই মাস্ক পরতে হবে। করোনায় আক্রান্ত শিশুদের অক্সিজেনের মাত্রা ঠিক আছে কি না,তা ৬ মিনিট হাঁটার পর দেখতে হবে। কেন্দ্রের গাইডলাইনে বলা হয়েছে। ৬ মিনিট হাঁটার পর শিশুটির অক্সিজেনের মাত্রা যদি কম হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হবে শিশুকে।