India & World UpdatesBreaking News

তিন সেনায় সামঞ্জস্য রাখতে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ ঘোষণা প্রধানমন্ত্রীর

১৫ আগস্ট : স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লা থেকে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন সেনাবাহিনীকে নিয়ে এক বড়সড় ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী বলেন, তিন সেনা বাহিনীর মধ্যে যথাযথ সামঞ্জস্য রাখার জন্য একটি নতুন পদের সৃষ্টি করা হবে। এই পদটি হবে সিডিএস অর্থাৎ চিফ অব ডিফেন্স স্টাফ। তিন সেনার সেনাপতি হবে এই সিডিএস। এতে তিন সেনা বাহিনীর মধ্যে সংযোগ যেমন বাড়বে, তেমনি তিন বাহিনীর শক্তিও বৃদ্ধি হবে। তাঁর কথায়, এর আগে কোনও সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেনি। প্রসঙ্গত, আমেরিকা বা অন্যান্য দেশে সমস্ত বাহিনীর একজন প্রতিনিধি থাকেন, সেরকম একটি পদই এ বার তৈরি হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে সেনা ব্যবস্থা, সেনা শক্তি ও সেনা সংস্কারে পরিবর্তন নিয়ে আসার জন্য বহুদিন ধরে চর্চা চলছে। বেশ কয়েকটি কমিশনের রিপোর্ট এসেছে। সব রিপোর্টেই বলা হয়েছে, স্থল, জল ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় রয়েছে, কিন্তু যেভাবে দুনিয়া বদলে যাচ্ছে, তাতে ভারতকেও পৃথক করে চিন্তাভাবনা করা উচিত নয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের পুরো সেনাকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। নতুন সিডিএস পদ তৈরি হলে তিন সেনাবাহিনীর শীর্ষস্তরে এক নেতৃত্ব মিলবে।

বর্তমানে চিফ অফ স্টাফ রয়েছে। চিফ অফ স্টাফ কমিটিতে সেনা, নৌসেনা ও বায়ুসেনার পদাধিকারী রয়েছেন। সবচেয়ে বরিষ্ঠ সদস্যকে এর চেয়ারম্যান নিয়োগ করা হয়। এই পদটিতে সবচেয়ে সিনিয়র সদস্যকে কিছুদিনের জন্য অবসর পর্যন্ত বহাল করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় গঠন হওয়া অরুণ সিং কমিটিতে প্রথমবার চিফ অফ ডিফেন্স স্টাফ পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এর পরবর্তী বেশিরভাগ সরকার এই প্রস্তাবকে আর বাস্তবায়িত করেনি। কারগিল যুদ্ধের পর এই পদ নিয়ে পুনরায় একবার দাবি উঠেছিল। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker