CultureBreaking News
তিন দিনের শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা, অনুষ্ঠান ২০ জানুয়ারি
১২ জানুয়ারি : ইংরেজি বছরের শুরুতে শিলচরে তিন দিনের এক শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালার আয়োজন করেছে সরস্বতী সঙ্গীত বিদ্যালয়। আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কণ্ঠ সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর শিষ্য দেবর্ষি ভট্টাচার্য। তাছাড়া এই কর্মশালার অঙ্গ হিসেবে ২০ জানুয়ারি রবিবার সন্ধ্যে পাঁচটায় স্থানীয় বঙ্গভবনে এক লঘু শাস্ত্রীয় আসর অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা থেকে আসা কণ্ঠশিল্পী রাগেশ্রী দাস। তবলায় থাকবেন পণ্ডিত কুমার বসুর শিষ্য চিরঞ্জিত মুখার্জি ও সারেঙ্গিতে স্বনামধন্য শিল্পী আল্লারাখা কলাবন্ত। এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্র চক্রবর্তী।
প্রসঙ্গত, কর্মশালায় দুটি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। ক বিভাগে ৬ থেকে ১৫ বছর এবং খ বিভাগে ১৬ বছর থেকে বেশি। এতে সব মিলিয়ে ৫০ জনের অংশগ্রহণ করার সুযোগ করা হয়েছে।