Barak Updates
তিন কবিকে নিয়ে এসো বলির প্রাণখোলা আড্ডা
১২ সেপ্টেম্বর : বর্তমান সময়ে রবীন্দ্র-নজরুল-সুকান্তের প্রাসঙ্গিকতা নিয়ে প্রাণখোলা আড্ডা দিলেন শিলচরের একঝাঁক সংস্কৃতিপ্রেমী। এই আড্ডার আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন ‘এসো বলি’। শহরের এক হোটেলে এই আড্ডায় সামিল হন নবীন-প্রবীণ অনেকেই। তিন কবির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে এই আড্ডার সূচনা করেন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ কুমার পাল। এরপর একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন। এই আড্ডার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসো বলি’র সাধারণ সম্পাদক শিবম দাস।
এসো বলি’র সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত নিজেই ছিলেন এ দিনের আড্ডার সঞ্চালক তথা সূত্রধার। আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি প্রথমেই প্রেক্ষাপট তৈরি করে দেন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, দেশাত্মবোধ ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আড্ডাকে জমিয়ে তোলেন বরাকের বিশিষ্টজনেরা। এদের মধ্যে ছিলেন অমিত শিকিদার, মনোজ দেব, দীপক সেনগুপ্ত, সুপ্রিয় ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী, মেঘমালা দে মহন্ত, সুশান্ত ভট্টাচার্য প্রমুখ। বর্তমান সময়ে বরাকের সাহিত্য সংস্কৃতি জগতের প্রতিভাবান যুবকরাও এই আড্ডায় অংশ নেন। এদের মধ্যে সুপ্রিয় পাল, এদিব ইমন, নিরুপম শর্মা চৌধুরী, শ্রীময় ভট্টাচার্য, মধুমিতা সাহা, অর্পিতা নাথ প্রমুখ।
এই আড্ডার এক বিশেষ প্রাপ্তি ছিল সংগীতশিল্পী সুদীপ্তা ভট্টাচার্যের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত এবং জনপ্রিয় আবৃত্তিকার মনোজ দেবের কন্ঠে নজরুলের কবিতা। এসো বলি’র পক্ষ থেকে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বুবু চৌধুরী। এই আয়োজনটি পরিচালনায় অন্যদের মধ্যে ছিলেন অনির্বাণ রায়, শুভজিৎ দাস, নেহা চক্রবর্তী প্রমুখ।