India & World UpdatesAnalyticsBreaking News
তামিলনাড়ুতে বিজেপির ঘরে ভাঙন!
চেন্নাই, ৯ মার্চ : গেরুয়া শিবিরের দুশ্চিন্তা বাড়ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে জোট সঙ্গী এআইএডিএমকে এবং বিজেপি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে এআইএডিএমকে এবং বিজেপি জোট করে বিধানসভা নির্বাচনে লড়ে। বর্তমানে গেরুয়া শিবিরের বহু নেতা যোগ দিচ্ছেন এআইএডিএমকেতে। সম্প্রতি বিজেপির শীর্ষ নেতা তথা আইটি সেলের প্রধান সিটিআর নির্মল কুমার এআইএডিএমকেতে যোগ দেন। পাশাপাশি বিজেপির আইটি সেলের সম্পাদক দিলীপ কান্নান, ওবিসি শাখার সম্পাদক জ্যোথি এবং দুই মহিলা মোর্চা নেত্রী যোগ দিয়েছেন এআইএডিএমকেতে।
জানা গিয়েছে, বুধবার আরো ১৩ জন বিজেপির প্রথম সারির নেতা চলে গিয়েছেন এআইএডিএমকেতে। এই পরিস্থিতিতে বিজেপির তরফ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে এআইএডিএমকে নেতা ই পালানিস্বামীর দিকে। বিজেপির অভিযোগ, ই পালানিস্বামী জোট সঙ্গীর ঘর ভাঙছেন। স্বাভাবিকভাবেই তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তামিলনাড়ুতে বিজেপি এবং এআইএডিএমকের জোট কী এই পরিস্থিতিতে আগামী দিনেও থাকবে নাকি ভেঙে যাবে? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।