SportsBreaking News

তাইকোয়ান্ডোতে অসমই শীর্ষে, শিলচরের ঋষিতার ত্রিমুকুট
Assam at the top of medal tally in Taekwondo

১৮ নভেম্বরঃ তাইকোয়ান্ডোর আন্তর্জাতিক আসরে অসমের খেলোয়াড়রাই নজর কেড়েছে। মোট ২৩৭ পদকের মধ্যে আয়োজক রাজ্যের ঝুলিতে পড়েছে ১২৮টি। ৩৬টি সোনা, ৪৫টি রুপো ও ৪৭টি ব্রোঞ্জ। ৪৯টি পদক জিতে মিজোরাম দ্বিতীয়। তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ। তারা পেয়েছে ২৫টি পদক।

আন্তর্জাতিক আসর হলেও ভুটান ছাড়া কেউ প্রতিযোগিতায় নাম লেখায়নি। ভুটান তিনটি সোনা নিয়েছে। বাংলাদেশ ও নেপাল উপস্থিত থাকলেও তারা প্রতিযোগিতায় নামেননি। ভারতেও উত্তর-পূর্বাঞ্চলের বাইরে প্রতিযোগী ছিলেন না বললেই চলে। উত্তর-পূর্বের প্রতিযোগীদের মধ্যে তাইকোয়ান্ডোতে কাছাড় জেলার অবস্থান মন্দ নয়।  ১১টি সোনা, ৮টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ। মোট পদক পেয়েছে ২৯টি। এর মধ্যে ঋষিতা পুরকায়স্থ একাই তিনটি স্বর্ণপদক জিতেছে।

পমসে ক্যাটাগরিতে সে একক ভাবে, জুটি বেঁধে এবং দলে সামিল বয়ে সোনার অধিকারী হয়। অভি সিং পেয়েছে ১টি করে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ। জেলার পদকতালিকায় রয়েছে স্নিগ্ধা দোলে, নিকিতা ঘোষ, বিশ্বপ্রতীম ভট্টাচার্য, দুলুভি দাস, অভি সিং, বিশ্বরূপ সূত্রধর, ভূপেন দাস, অনিমা সিংহ, সুনীতি শর্মা, রমি শেখ, রাহুল দত্ত, সত্যম দেব, বিনিয়াজিম আজিজ কাজি, অথৈব সিংহ, অমিত কর, সৌরভ দাস, পি নংডাম্বা সিংহ, রোশনি রবিদাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker