India & World UpdatesBreaking News

তবলিগিদের দোষ দিয়েও সিপিএমের অনুরোধ, করোনাকে সাম্প্রদায়িক করবেন না

2 এপ্রিলঃ করোনা ভাইরাস বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করায় সভা-সমিতি-জমাযেত নিষেধাজ্ঞা করা হযেছিল৷ তবলিগি জামাত তা না মেনে নিজামুদ্দিন মর্কজে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে তবলিগিরা তো আসেনই, এসেছিলেন বিদেশের প্রচুর অতিথিও৷ সিপিএম পলিটব্যুরো তবলিগি জামাতের এই কার্যকলাপের সমালোচনা করেছে৷ স্পষ্ট বলেছে, এই ধর্মীয় অনুষ্ঠানের জন্যই করোনা ভাইরাস ভারতে ব্যাপক হারে ছড়িযে পড়েছে৷ মার্চের মাঝামাঝি এমন অনুষ্ঠানের আযোজন করে তবলিগ নেতৃত্ব বড় ভুল করেছে৷ তারা এই অনুষ্ঠানের অনুমতি কী করে পেল, সিপিএম নেতৃত্ব সেই প্রশ্নও তোলে৷  বিস্ময় প্রকাশ করে, প্রথম পর্যায়ে তো বটেই, দ্বিতীয় পর্যায়ে মার্চের তৃতীয় সপ্তাহেও এরা একই ধরনের জমাযেতের অনুমতি পেয়ে গেল! পাশাপাশি পলিটব্যুরো একে সাম্প্রদায়িক চেহারা দেওযার প্রয়াসেরও সমালোচনা করে৷

Rananuj

বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একে নিযে বড় আপত্তিকরভাবে লেখালেখি হচ্ছে৷ এ বড় উদ্বেগজনক৷ এক বিশেষ জনগোষ্ঠীই লক্ষ্য করে এদের৷ করোনা ভাইরাসের সঙ্গে মেশানো যায় না৷  তাদের দাবি, তেরো মার্চ নিষেধাজ্ঞা জারির পরও কী করে দি্ল্লিতে বিভিন্ন জায়গায় সভা-সমিতি-অনুষ্ঠান হল, এর তদন্ত করতে হবে৷

দক্ষিণ কোরিযা, সিঙ্গাপুরের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে সিপিএম বলে, এরা সমস্ত জমাযেতের মানুষদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারলে ভারত সরকার কেন পারল না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker