Barak Updates
তদন্তকে স্বাগত জানিয়ে অভিযোগকারীদের চ্যালেঞ্জ ছুঁড়লেন সিদ্দেক
৩১ আগস্টঃ কেউ বলছে শতকোটি, কেউ আটশো কোটি টাকার সম্পত্তির হিসেব দিচ্ছে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের নামে। সিদ্দেক আজ শিলচরে বলেন, প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন, নীলমণি সেনডেকা, অজন্তা নেওগের বিরুদ্ধেও দুর্নীতিদমন শাখা তদন্ত করছে। তাই তদন্তের নির্দেশ নিয়ে এত হইচইয়ের কোনও যুক্তি নেই। তদন্তকে স্বাগত জানিয়ে তিনি অভিযোগকারীদের চ্যালেঞ্জ জানান, ‘এখন অভিযোগ প্রমাণ করুন।’ তাঁর কথায়, ‘আমার রাবার বাগান আছে, ধান ক্ষেত আছে, তাই বলেই কি আমি দুর্নীতিগ্রস্ত?’ অনেকে তাঁর ভাইয়ের সম্পত্তিকেও তাঁর বলে মনে করেন, জানান সিদ্দেক আহমেদ। সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র, এই অভিযোগ করে তিনি বলেন, বিজেপি-এআইইউডিএফ তাঁর পেছনে লেগেছে। সঙ্গে রয়েছে একাংশ কংগ্রেসিও। পঞ্চায়েত নির্বাচনে জিততে পারেন না, এমন লোকগুলিই তাঁকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে চেষ্টা করছে বলে তিনি ব্যঙ্গোক্তি করেন।
কিন্তু গৌতম রায়ের বিরুদ্ধে তো কোনও তদন্ত হচ্ছে না, এমন প্রশ্নে সিদ্দেক তাঁর এক সময়ের ‘বড় শত্রু’ সম্পর্কে মুখ খুলতেই চাইলেন না। এমনকী গৌতমবাবু বিজেপিতে যোগ দেওয়ার চে্ষ্টা করছেন কিনা, এই প্রশ্নও ‘নো কমেন্ট’ বলে এড়িয়ে যান।