Barak UpdatesAnalyticsBreaking News

ড. আম্বেদকর ও দেশভাগের প্রহেলিকা নিয়ে জাতীয় স্তরের আলোচনাচক্র বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ৩০ জানুয়ারি : ‘ড. আম্বেদকর ও দেশভাগের প্রহেলিকা : সমসাময়িক ভারতের জন্য শিক্ষা’ শীর্ষক দু’দিনের জাতীয় স্তরের আলোচনাচক্রের আয়োজন করছে আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগ। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে এই আলোচনাচক্র। সহযোগিতায় রয়েছে কলকাতার মওলানা আবুল কালাম আব্দুল আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ ও নতুন দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্সেস রিসার্চ।

এই আলোচনাচক্রে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে দেশভাগ সম্পর্কে ড. আম্বেদকরের দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা, দেশভাগ ও এর পরিণতি, সমসাময়িক ভারতে এর প্রাসঙ্গিকতা, সাংবিধানিক শাসনব্যবস্থা ইত্যাদি বিষয়ের ওপর সন্দর্ভপত্র আহ্বান করা হয়েছে। সন্দর্ভপত্রের সারাংশ জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। জমা দিতে হবে ইমেলে, seminarenglishaus@gmail.com।

এই সারাংশ গ্রহণযোগ্য হলে রেজিস্ট্রেশন করাতে হবে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে। তবে এ ক্ষেত্রে কোনও ফিজ জমা দিতে হবে না। প্রয়োজনে যোগাযোগ করা যাবে আলোচনাচক্রের কো-অর্ডিনেটর ইংরাজি বিভাগের অধ্যাপক অনুপ কুমার দে ও জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক অনিন্দ্য শ্যাম চৌধুরীর সঙ্গে। বিশ্ববিদ্যালয় সূত্রে এখবর জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker