Barak UpdatesIndia & World UpdatesBreaking News
ডোজের দাম বেশি, কেন্দ্রের প্রশ্নের মুখে দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা
২৬ এপ্রিল : করোনা ভ্যাকসিনের দাম কমানো নিয়ে ভারতীয় টিকা প্রস্তুতকারক দুই সংস্থা সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে প্রশ্নের মুখে দাঁড় করাল কেন্দ্র সরকার। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্বদের ১ মে থেকে শুরু হবে করোনা ভ্যাকসিনের টিকাকরণ। এর মধ্যেই দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছে একাধিক রাজ্য।
ভিন্ন দাম নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল ও কেরল সরকার বারবার দাম কমানোর আর্জি জানিয়েছেন। কেজরিওয়াল বলেন, এটি মুনাফা করার সময় নয়। কেন্দ্রের উচিত দাম কম করা। এক একটি ডোজ যাতে ১৫০ টাকা করে করা হয় তার আবেদন জানান তিনি। মমতা বন্দোপাধ্যায়ও শুরু থেকেই ‘ওয়ান নেশন’ ভিন্ন দাম নিয়ে সরব হয়েছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কেন্দ্রকে দু’টি ভ্যাকসিনের দাম কমানো নিয়ে হস্তক্ষেপ করার আর্জি জানান। ভারতে সিরামের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন কেন্দ্র কিনেছে ১৫০ টাকা প্রতি ডোজে। আগামী ১ মে থেকে ১৬-৮৫ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেও তার দায়িত্ব রাজ্যগুলিকে নিতে হবে বলেই জানিয়ে দেয়।
এ দিকে, সরকারিভাবে ৪০০ টাকা এবং বেসরকারিভাবে ৬০০ টাকা কোভিশিল্ড। কোভিশিল্ডের থেকেও দাম বেশি কোভ্যাক্সিনের। সরকারি হাসপাতালের ক্ষেত্রে দাম ধার্য হয়েছে ৬০০ টাকা। বেসরকারি হাসপাতালকে কোভ্যাক্সিন কিনতে হবে ১২০০ টাকায়। ২৮ এপ্রিল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন শুরু হয়েছে কোউইন অ্যাপে । আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যে কোন ভারতীয় নাগরিক করোনার ভ্যাকসিন নিতে পারবে ।