NE UpdatesAnalyticsBreaking News
ডিজিপি জিপি সিংকে কেন্দ্র সরকারের সঞ্চালকের সম মর্যাদা প্রদান
গুয়াহাটি, ৮ আগস্ট : কেন্দ্রীয় ক্যাবিনেটের নিয়োগ কমিটি আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল জিপি সিংকে কেন্দ্র সরকারের সঞ্চালকের সম মর্যাদা প্রদান করেছে। দেশের ১৪ জন আইপিএস আধিকারিকের তালিকায় আসামের ডিজিপি জিপি সিংয়ের নাম প্রকাশ পেয়েছে। এই তালিকা প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে ডিজিপি সিং বলেছেন, মা কামাখ্যা ও আসামবাসীর আশীর্বাদে তিনি এই পদোন্নতি পেয়েছেন। উল্লেখ্য, ১৯৯১ সালের আসাম-মেঘালয় ক্যাডারের আইপিএস আধিকারিক হলেন জিপি সিং। চলতি বছরের ৩১ জানুয়ারি আসামের ডিজিপি পদে ভাস্করজ্যোতি মহন্ত অবসর গ্রহণের পর ডিজিপি পদে দায়িত্ব নেন জিপি সিং।
আসাম পুলিশের সঞ্চালক প্রধানের দায়িত্ব গ্রহণের আগে জিপি সিং অতিরিক্ত সঞ্চালক হিসেবে কার্যনির্বাহ করেছেন। আসাম মেঘালয় ক্যাডারের ১৯৯১ ব্যাচের এই আইপিএস আধিকারিক ৬ বছর ধরে বিশেষ সুরক্ষা সেল ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে কাজ করে আসছেন। এছাড়াও তিনি আসামের বিভিন্ন স্থানে গত ১৮ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন।
১৯৬৭ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। হায়দরাবাদের প্রতিষ্ঠিত এসভিপি পুলিশ একাডেমিতে প্রাথমিক প্রশিক্ষণের শেষে জিপি সিং ১৯৯২ সালে আইপিএস-এর প্রশিক্ষার্থী হিসেবে যখন আসামে যোগদান করেন, তখন উত্তর পূর্বাঞ্চলের বাকি অংশের সঙ্গে এ রাজ্যেও বিদ্রোহীদের কার্যকলাপ বাড়তে থাকে। শোণিতপুরের অতিরিক্ত পুলিশ সুপার, রঙিয়ার মহকুমা পুলিশ আধিকারিক এবং নলবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি এই বিদ্রোহী মোকাবিলা করতে সক্রিয় হয়ে উঠেছিলেন।