Barak UpdatesBreaking News
ডাক্তাররা স্কুলে গিয়ে ছাত্রীদের বোঝালেন “ঋতু”র কথা
২১ মার্চঃ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন শনিবার শিলচর শহরের মালুগ্রাম গার্লস স্কুল ও মালুগ্রাম হাই স্কুলের ছাত্রীদের নিয়ে পিংক অভিযান চালায়। ডাক্তাররা ছাত্রীদের শুধু নানা রোগের লক্ষণের কথাই কথা বোঝাননি। বরং ছাত্রীদের প্রকৃতির নিয়মে ঋতুমতী হওয়া নিয়ে নানা কথা তাদের সামনে উপস্থাপন করেন। বয়ঃসন্ধির নানা ব্যাপারে পরামর্শ দেন।
বিশেষ করে, মহিলা ডাক্তাররা বেশি করে উপস্থিত থাকায় ছাত্রীরা খোলামেলা কথা বলার সুযোগ পায়। তাঁদের নানা প্রশ্নের উত্তর দেন মনিকা দেব, শর্মিষ্ঠা ভট্টাচার্য, ডলি রায় ও অলকা ব্যানার্জি। ডা. রণবীর পালও তাদের প্রাসঙ্গিক পরামর্শ দেন।
এই কর্মসূচি সফল করতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলেন আইএমএ মহিলা শাখার কর্মকর্তারাও। আলোচনা শেষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের বিনা মূল্যে স্যানিটারি নেপকিন বিতরণ করেন তাঁরা। ওইসব সামগ্রী প্রদান তাদের করে শিলচরের বায়োমেড।