SportsBreaking News
টোকিও অলিম্পিক, বদরপুরে সেলফি পয়েন্ট
ওয়েটুবরাক, ১৫ জুলাই : টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বদরপুরে একটি সেলফি পয়েন্ট বসালো করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে নবীনচন্দ্র কলেজ প্রাঙ্গণে এই সেলফি পয়েন্ট উদ্বোধন করেন সার্কল অফিসার তওয়াহির আলম। উপস্থিত ছিলেন নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মর্তুজা হুসেন, জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য, বিশিষ্ট হকি কোচ সঞ্জিত পাণ্ডে, করিমগঞ্জ হকি দলের অধিনায়ক এমাদ উদ্দিন, করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সভাপতি সহিরুল ইসলাম বকুল প্রমুখ।
সার্কল অফিসার তওয়াহির আলম বলেন, এবারের অলিম্পিক গেমসে অনেক আশা নিয়ে যাচ্ছে ভারতীয় দল। এই খেলোয়াড়দের উৎসাহ প্রদান করা আমাদের কর্তব্য। সেলফি পয়েন্ট তৈরি করে সেই কাজে এগিয়ে আসায় হকি অ্যাসোসিয়েশনের প্রশংসা করেন তিনি। অধ্যক্ষ ড. মর্তুজা হুসেন বলেন, ভারতীয় দল এবার অলিম্পিক গেমসে সাফল্য পাবে বলে আমরা আশাবাদী। হকি খেলার আরও প্রসারের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কলেজ পড়ুয়ারা যাতে সেলফি পয়েন্টে নিজেদের সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় অলিম্পিকের বার্তা ছড়িয়ে দেয়, সেই আহ্বান জানান তিনি।
জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য বলেন, অসম থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে টোকিও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবেন বক্সিং খেলোয়াড় লভলিনা বরগোঁহাই। তাঁর সাফল্য কামনা করতে বিশেষ প্রার্থনার আহ্বান জানান নির্মলবাবু।
হকি কোচ সঞ্জিত পাণ্ডের কথায়, ভারতের পুরুষ ও মহিলা হকি দল এবারের গেমসে অংশ নেবে। তবে শুধু হকি নয়, সব ইভেন্টের খেলোয়াড়দের সাফল্যের জন্য আমাদের প্রার্থনা রইল।
এমাদ উদ্দিন বলেন, হকি খেলা ও অলিম্পিক আন্দোলনকে জোরদার করে তুলতে এই সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। সহিরুল ইসলাম বকুল বলেন, বরাক উপত্যকার মধ্যে করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন সবার আগে সেলফি পয়েন্ট তৈরি করেছে। উপত্যকার প্রতিটি শহরে এভাবে অলিম্পিক সচেতনতা অভিযান চালানোর প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া বক্তব্য রাখেন করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পিন্টু শুক্লবৈদ্য, সদস্য সেলিম আহমদ প্রমুখ। হকি অ্যাসোসিয়েশনের সদস্য তাজ উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। দিল্লি থেকে হকি ইন্ডিয়ার কোষাধ্যক্ষ তপন কুমার দাস করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাদের অভিনন্দন জানিয়েছেন।